পূর্বপ্রকাশ: আপাতত অপপ্রচার থেকে বিরত থাকুন – গুগল.কম.বিডি হ্যাক হয়নি
আমাদের দেশের একজন কৃতি সন্তান গুগল.কম.বিডি হ্যাক করেছেন, খুবই গর্বের ব্যাপার। কিন্তু প্রশ্ন হল হ্যাক যদি করতেই হয়, তাহলে গুগল.কম হ্যাক হল না কেন? গুগল.কম.বিডি হল কেন? এতই কি তার দেশ প্রেম? আমরা তো সারাদিন পাকিস্তান আর ভারতের দূর্ণাম করে বেড়াই। অন্তত এই দুটো দেশের গুগল হ্যাক হলেও তো শান্তি পেতাম।
আর এই অর্জনকে পুঁজি করে দেশের সংবাদপত্রগুলো, ফোরামগুলো, ব্লগগুলো পুরো মাতোহারা হয়ে উঠেছে। কেউ বাহবা দিচ্ছে, কেউ নিন্দা জানাচ্ছে।
আর আপনি?
আসল কথা হল, গুগল.কম.বিডি হ্যাক হয়নি, যা হয়েছে তা হলো বিটিসিএল এর সার্ভার হ্যাক করে গুগল.কম.বিডি-র ডিএনএস রেকর্ড পরিবতর্ণ করে দেয়া হয়েছে। ফলে ডোমেইনটি গুগলের আসল সার্ভারে না গিয়ে হ্যাকারের সার্ভারে চলে যাচ্ছে।
হ্যাকড ডিএনএস:
nameserver: localh0st1.avjournal.com
nameserver: localh0st2.avjournal.com
এটা কি গুগলের দূর্বলতা? জ্বি না। এটা গুগলের কোনো দূর্বলতা না, এটা হচ্ছে আমাদের ডিজিটাল সরকারের ডিজিটাল ব্যর্থতা। কিছু গবেট টাইপের টাইপিস্টের অভিজ্ঞতা সম্পন্ন লোককে বিভিন্ন গুরুত্বপূর্ণ আসনে বসিয়ে রাখার ফলে প্রতিদিন কোনো না কোনো ডোমেইন হ্যাকারের আক্রমন হচ্ছে।
সাথে থাকুন, ভাল থাকুন।
সবার জন্য রইল শুভ কামনা।
… আর অপপ্রচার থেকে দূরে থাকুন।