হাহাহাহাহাহা…..
মাইক্রোসফট আগাগোড়াই ওপেন সোর্স কমিউনিটির বিরুদ্ধে থেকে, তাদের মতে লিনাক্স আর ওপেন সোর্স হয় হ্যাকারদের কান্ডকারখানা আর আজ মাইক্রোসফটের মুখেই রামনাম।
মাইক্রোসফটের মতে লাইভ স্পেসেস ব্যবহার করছে ৩০ মিলিয়ন ব্লগার, আমার তো বিশ্বাস হয় না। আর ওয়ার্ডপ্রেস.কম ব্লগ ব্যবহার করছে ১৫ মিলিয়ন ব্লগার। দুইটি প্রতিষ্ঠান একত্রিত হবার ফলে ওয়ার্ডপ্রেসের ট্রাফিক অনেক বেড়ে যাবে এবং এডসেন্স থেকে তাদের আয়ও অনেক বেড়ে যাবে। ওয়ার্ডপ্রেস তাদের ফ্রি ব্লগে মাঝে মাঝে এ্যাড দেখিয়ে থাকে। আর অন্যদিকে মাইক্রোসফট লাইভ স্পেসেস মতো ফ্রি সার্ভিস রক্ষনাবেক্ষন আর ডেভেলমেন্টের হাত থেকে বেঁচে যাবে।
দুই প্রতিষ্ঠানেরই লাভে লাভ….
তবুও একটি কিন্তু থেকে যায়
ইতিমধ্যেই অনেকে এর মধ্যে ধোঁয়া দেখতে পাচ্ছেন । কিছুদিন আগে ম্যাট মুলান ওয়ার্ডপ্রেসের ট্রেডমার্কটি নিজের নাম থেকে অটোমেটিক এর নামে সরিয়ে দিয়েছেন আর বলেছেন যে ভবিষ্যতে ওয়ার্ডপ্রেস তার অধীনে নাও থাকতে পারে। আবার গতবছর মাইক্রোসফটের একটি অনুষ্ঠানে ম্যাটকে প্রধান বক্তা বানানো হয়েছিল। অনেকেই বলাবলি করছেন যে মাইক্রোসফট হয়তো শেষ পর্যন্ত ওয়ার্ডপ্রেস কিনে নেবে। তারা ইতিমধ্যে ওয়ার্ডপ্রেসের দামও ঠিক করে ফেলেছেন – ৫০০ মিলিয়ন ডলার।
ম্যাট কি শেষ পর্যন্ত ওয়ার্ডপ্রেস বেঁচে দেবেন? তিনি হয়তো ওয়ার্ডপ্রেসের দাম ঠিকই কড়ায় গন্ডায় চুকিয়ে নেবেন, কিন্তু লক্ষ লক্ষ ব্লগার, ডিজাইনার, ফ্রি ল্যান্স প্রোগ্রামারের রাত জাগা সময়ের মূল্য কিভাবে পরিশোধ করবেন?
আশা করব ওয়ার্ডপ্রেস যেভাবে ছিল, সেভাবেই থাকবে। আর এই ভালবাসা চিরকাল বজায় থাকবে।
আপনার কি মত?
সাথে থাকুন, ভাল থাকুন।
-----------------------------------------------------------------------------
পোস্টটির পূর্বপ্রকাশ: মাইক্রোসফটের ব্লগারগণ এবার ব্যবহার করবেন ওয়ার্ডপ্রেস… ভাবতেই হাসি পায়!
-----------------------------------------------------------------------------
আপনার পক্ষে কি প্রতিদিন আমার ব্যক্তিগত ব্লগে আসা সম্ভব হয় না?
তাহলে আপনি আমার ইমেইল নিউজলেটার সাবসক্রাইব করতে পারেন। এর মাধ্যমে আমি নতুন কোনো ব্লগ পোষ্ট করলে আপনি স্বয়ংক্রিয়ভাবে তার সন্ধান পেয়ে যাবেন আপনার নিজের ইমেইলের ইনবক্সে।আশা করি এই ফিচারটি বার বার আমার ব্লগে আসার পেছনে আপনার অনেকটা সময় বাঁচিয়ে দেবে।
সর্বশেষ হিসেবমতে, ৫২৪ জন পাঠক নিয়মিত ইমেইল নিউজলেটার পড়ছেন।
----------------------------------------------------------