(১ এপ্রিল ২০১৭) আজ শনিবার বাংলাদেশের প্রধান নারী নির্বাচন কমিশনার তাঁর বাবার বাড়ী নওগাঁর ধামইরহাট উপজেলার খরমপুর ও নানা বাড়ী চককালু গ্রামে এসে ছিলেন। খরমপুর এসে ছিলেন। এটা ছিল একান্ত পারিবারিক সফর। এ সময তাঁর সফর সঙ্গী ছিলেন তাঁর বড় বোন, মেয়ে ও মেয়ে জামাই। এই সংক্ষিপ্ত সময়ে তিনি ধামইরহাট পাবলিক লাইব্রেরী আসলে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং লাইব্রেরীর মনোগ্রাম সম্বলিত সম্মননা ক্রেস্ট প্রদান করা হয়। ক্রেস্ট প্রদান করেন লাইব্রেরীর সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাফিউজ্জামান ভুঁইয়া ও ভুতপূর্ব সাধারণ সম্পাদক অধ্যাপক আ.ন.ম. আফজাল হোসেন। একান্তু ঘরুয়া পরিবেশে এক আলোচনায় তিনি বলেন, “বাবা আমাকে ছো্ট্ট বেলায় যে সততার দিক্ষা দিয়েছেন, আমি সে অনুযারী এই সাংবিধানিক দায়ীত্ব পালন করবো ইন্শা আল্লাহ।” তিনি আরো বলেন, “আমি এসে তিনটি নির্বাচন হয়েছে, আমরা নিরপেক্ষ ও দায়ীত্বশীলতার পরিচয় দিয়েছি দেশবাসী সেটা দেখেছেন। ধামইরহাট সন্পর্কে তিনি বলেন, “ধামইরহাট আমার বাবার বাড়ী ধামইরহাট, ধামইরহাটককে অস্বীকার করলে আমার বাবাকে অস্বীকার করা হবে। আমার যতটুকু সুযোগ থাকবে আমি ধামইরহাটের জন্য কাজ করবো ইনশা আল্লাহ।” তাঁর বাবার সংরক্ষিত বই থেকে কিছু বই তিনি ধামইরহাট পাবলিক লাইব্রেরীতে দান করবেন বলে জানান। উল্লেখ তার বাবা ছিলেন শিক্ষাবিদ প্রেন্সিপাল বজলুর রহমান। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ধামইরহাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ দেলদার হোসেন, ধামইরহাট এমএম ডিগ্রী কলেজ এর অধ্যক্ষ অধ্যাপক শহিদুল ইসলাম, সাবেক অধ্যক্ষ প্রফেসর মোস্তাফিজুর রহমান, রঘুনাথপুর কামিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল মজিদ, অধ্যক্ষ মহিলা কলেজ মোঃ মোস্তাফিজুর রহমান, অধ্যক্ষ ধামইরহাট ফাজিল মাদ্রাসা, প্রধান শিক্ষক ধামইরহাট বালিকা উচ্চ বিদ্যালয়, প্রধান শিক্ষক ধামইরহাট সুফিয়া উচ্চ বিদ্যালয়, সহকারী কমিশনার (ভুমি)সহ বিশিষ্ঠ ব্যাবসায়ী জনাব ওবায়দুল হক সরকারসহ ধামইরহাটের গন্যমান্য ব্যাক্তিবর্গ।
সর্বশেষ এডিট : ০৩ রা এপ্রিল, ২০১৭ রাত ১২:৩৬