চলছে ভাষার মাস ফেব্রুয়ারি। এ মাসই আবার ভ্যালেন্টাইন’স ডের মাস। আর মাত্র কয়েক দিন পরেই সেই কাঙ্খিত দিন। ইতোমধ্যে শুরু হয়ে গেছে ভ্যালেন্টাইন’স উইক। অর্থাৎ প্রেমের সপ্তাহ।
আসন্ন ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন’স ডে। সাধারণত, তার ৭ দিন আগে থেকেই শুরু হয় ভালোবাসার সপ্তাহ। প্রতি বছর ৭ ফেব্রুয়ারি ‘রোজ-ডে’ অর্থাৎ গোলাপ দিবস পালনের মধ্য দিয়ে শুরু হয় প্রেমের সপ্তাহ। সে অনুযায়ী, আজ রোজ ডে’র মধ্য দিয়ে শুরু হলো ভালোবাসা সপ্তাহ। আর প্রেমের শুরু তো ফুল দিয়েই।
প্রেমিক-প্রেমিকা হোক বা যে কোনও প্রিয়জন, হাতে ধরে গোলাপ উপহার দেওয়ার দিন আজই। ভালোবাসার ফুল গোলাপ। ভালোবাসার ভাষা বুঝতে ও বোঝাতে পারে গোলাপ। তাই উপহার হিসেবে গোলাপের চাহিদা এখনও সবকিছুর ঊর্ধ্বে। লাল, হলুদ, সাদা, গোলাপি বিভিন্ন রঙের সঙ্গেই বদলে যায় গোলাপের ভাষা, আবেদন।
রোজ ডে’তে যারা উইশ করছেন, তাদের জেনে রাখা ভালো কোন রঙের গোলাপ কিসের প্রতীকঃ
লাল গোলাপ: প্রেমের কবিতা আর গল্পে বারবার ঘুরে ফিরে এসেছে রক্ত গোলাপের কথা। সৌন্দর্য, ভালোবাসার প্রতীক লাল গোলাপ। সময়ের সঙ্গে সঙ্গে প্রেমের ধরন বদলে গেলেও প্রেম নিবেদনের ভাষা হিসেবে লাল গোলাপের আবেদন এখনও চিরন্তন।
যে কথা হয়নি বলা!
গোলাপি গোলাপ: শুধু লাল গোলাপ নয়, মনের ভাষা বোঝাতে পারে গোলাপি গোলাপও। ভালোবাসা, কৃতজ্ঞতা, স্বীকৃতির প্রতীক গোলাপি গোলাপ। প্রিয় বন্ধু, নির্ভরযোগ্য সঙ্গীকে ‘থ্যাঙ্ক ইউ’ বলতে পারেন গোলাপি গোলাপ দিয়ে।
সাদা গোলাপ: আমরা সাধারণত শোক জ্ঞাপনে সাদা ফুল ব্যবহার করে থাকি। কিন্তু সাদা গোলাপের গুরুত্ব অনেক গভীর। বিয়ের সময় কনের হাতে দেওয়া হয় একগুচ্ছ সাদা গোলাপ। কেন জানেন? এই ফুল নতুন জীবন শুরুর প্রতীক। আধ্যাত্মিকতারও প্রতীক সাদা গোলাপ। মৃতহেদ, সমাধির উপর সাদা গোলাপ রাখার অর্থ তাকে মিস করা। তবে শুধু মৃত ব্যক্তিকে নয়, কাউকে মিস করলে আপনি তাকেও সাদা গোলাপ পাঠিয়ে জানাতে পারেন মনের ভাষা।
কমলা গোলাপ: কমলা গোলাপ আবেগ, উৎসাহ, উদ্দীপনার প্রতীক। সহযোদ্ধাকে উদ্বুদ্ধ করতে ব্যবহার করা হয় কমলা গোলাপ। কমলা গোলাপ উপহার দিয়ে বোঝাতে পারেন, আপনি পাশে আছেন।
হলুদ গোলাপ: জীবনের সবচেয়ে মূল্যবান সম্পর্কের প্রতীক হলুদ গোলাপ। ঠিক ধরেছেন। হলুদ গোলাপ বন্ধুত্বের প্রতীক। আনন্দ, সুস্বাস্থ্য বোঝাতেও হলুদ গোলাপ ব্যবহার করা হয়। আপনার জীবনে তার মূল্য বোঝাতে প্রিয়বন্ধুকে দিতে পারেন একগুচ্ছ হলুদ গোলাপ।
রক্তবেগুনী গোলাপ: রক্তবেগুনী রং বিশ্বস্ততার প্রতীক। রানিকে সম্মান জানাতে দেওয়া হয় রক্তবেগুনী গোলাপ। তাই রক্তবেগুনী গোলাপের ভাষা এখনও রহস্যের চাদরে ঢাকা।
পিচ গোলাপ: এই রঙের গোলাপ আরোগ্যের প্রতীক। সততা, আন্তরিকতা, সহমর্মিতা বোঝাতেও দেওয়া হয় গুচ্ছ গোলাপ।
কালো গোলাপঃ কালো গোলাপ বলতে সত্যিকারে আসলে কিছু নেই, কোন গোলাপের রঙই কালো হয় না। যেগুলোকে কালো গোলাপ বলা হয় আসলে সেগুলো হলো খুব গাঢ় লাল রঙের গোলাপ দেখতে যাদের পাপড়ী গুলো কালটে মনে হয়। যেমন - 'Baccara' rose, 'Black Magic', 'Black Beauty', "Black Ice' ও 'Black Jade' ।
কালো গোলাপ বেদনাদায়ক ভালোবাসা ও বিষাদের প্রতীক।
কালো গোলাপ অন্তোষ্টীক্রিয়াতে ব্যবহৃত হয়।
উপরে উল্লেখিত রঙ তিনটে আমার নেই। তাই ছবি দিতে পারলাম না! তবে বিশ্ব গোলাপ দিবসে আমার বাগানের আরো কিছু গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়ে গেলাম!!
আর কিছুদিন পরই বিশ্ব ভালোবাসা দিবস। এই ভালোবাসা দিবসে যদি একা থাকতে না চান, তাহলে আজই পছন্দের মানুষকে একটি গোলাপ ফুল দিন। তবে এটা খুবই কঠিন একটি কাজ। যদি মেয়েটিও আপনাকে ভালোবাসে তাহলে তো কথাই নেই। আর যদি সে আপনাকে পছন্দ না করে তাহলে ফুল দেওয়ার সঙ্গে সঙ্গে দৌড়ে পালানোটাই বুদ্ধিমানের কাজ হবে!
আজকের দিনে কীভাবে একটি মেয়েকে গোলাপ ফুল দেবেন সে সম্বন্ধে কিছু পরামর্শ দেওয়া হয়েছে বোল্ডস্কাই ওয়েবসাইটের লাইফস্টাইল বিভাগে।
• গোলাপ দেওয়ার আগে বুঝে নিন তার মন ভালো নাকি সে রাগ করে আছে। কারণ মেয়েটির মন যদি ভালো থাকে, তাহলে হয়তো সে আপনার প্রস্তাবে সাড়া দিতে পারে। আর যদি তার মন খারাপ থাকে, তাহলে আপনার মার খাওয়ার আশঙ্কাই বেশি থাকবে।
• হুট করে গিয়েই কাউকে গোলাপ দেবেন না। তার সঙ্গে কিছুক্ষণ কথা বলুন, এরপর তার মনের অবস্থা বুঝে ফুলটি দিতে পারেন।
• কথা বলার সময় যতটা পারুন, তার প্রশংসা করুন। এমনও হতে পারে, আপনার সঙ্গে কথা বলার পর সে তার সিদ্ধান্ত বদলে ফেলে আপনার প্রস্তাবে সাড়াও দিতে পারে।
• কথা বলার সময় আপনি যদি বুঝতে পারেন সে আপনাকে এড়িয়ে চলছে তাহলে ভুলেও তাকে গোলাপ ফুল দেবেন না।
• মেয়েটি যদি কথা বলতে বলতে লজ্জা পায়, তাহলে আর দেরি না করে পকেট থেকে বের করে গোলাপটি দিয়ে তাকে মনের কথা বলে দিন।
তথ্যসূত্রঃ গুগল
ঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃ
সর্বশেষ এডিট : ২৯ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:০৭