গত ১লা জানুয়ারি শুরু হয়েছে মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। এই মেলার মেয়াদ আর বাড়ানো না হলে, তা’ চলবে জানুয়ারীর ৩১ তারিখ পর্যন্ত। আমাদের, শের এ বাংলা নগরবাসীদের অবরুদ্ধ করে রেখেছে এই বানিজ্য মেলা। কোনদিক দিয়েই বেরোতে পারি না আমরা, ১৫ মিনিটের পথ পেরোতে আমাদের দেড় থেকে দু’ঘন্টাও লেগে যায়। সাপ্তাহিক ছুটির দিনগুলোতে আরো ভয়াবহ অবস্থা! পুরো ঢাকাবাসীই যেন এই বানিজ্য মেলায়। খুব বেশী হলে ৪০% লোক যায় কেনাকাটা করতে, বাকিরা যায় শুধু আড্ডা দিতে। দলে দলে মেলা ফেরৎ লোকেদের মধ্যে দু’একজনার হাতে কিছু ব্যাগ দেখা যায়।
রাস্তা-ঘাটে এত লোকের যাতায়াত দেখে একদিন সকাল দশটার মধ্যে ঢুকেছিলাম বানিজ্য মেলায়, কর্মদিবসে। ছুটির দিনের ভিড়ের ভয়ে ওমুখো হইনি। মেলায় ঢুকে কেনার মত কিছু আর খুঁজে পাইনি। শুধু থাইল্যন্ডের ষ্টল থেকে কয়েকটা ব্রোচপিন কিনলাম। অলিম্পিক বিস্কিটের ষ্টলের ছবি দেখে লোভ হচ্ছিল। চীনাবাদামের ভিতরে সাজানো রয়েছে গোল গোল সুন্দর বিস্কিট। এক কার্টুন কিনে নিয়ে চলে এলাম। খেতে কী যে মজা ------ !!! ঘুরে ঘুরে কিছুক্ষণ কাটিয়ে চলে এসেছি।
------------------------------------মেলার টাওয়ার
------------------------------------মার্কস সামগ্রী।
পেঙ্গুইনগুলো দেখতে খুব ভাল লাগছিল, তাই এতগুলো ছবি তুললাম!!
------------------------------থাইল্যান্ডের ষ্টল। শেষে রাজা-রাণীর শুভেচ্ছা।
---------------------------------------------------------------হাতিল ফার্নিচার।
----------------------------------------------------------------নদিয়া ফার্নিচার।
---------------------------------------------------------------পার্টেক্স ফার্নিচার।
-----------------------------------------------------------ঢুকতেই কিয়ামের ষ্টল
----------------------------------------------------------------অলিম্পিক বিস্কিট।
----------------------------------------------------------পাশেই কোকোলা নুডুলস
--------------------------------------------------------------বঙ্গবন্ধু ও বাংলাদেশ।
এশিয়ান টেক্সটাইল, এ যুগের ষ্টাইল!! সামনে গোলাপি রঙের ফোয়ারা।
--------------------------------------------------------ইগলু আইসক্রিম।
-----------------------------------------------শীতকালীন ফুলের সমাহার।
---------------------------------আমি বেরিয়ে আসছি, সবাই ঢুকছে তখন।
ঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃ
সর্বশেষ এডিট : ৩১ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৪২