গত ২রা অক্টোবর শ্রদ্ধেয় দাঁড় কাক ভাইয়ের লেখা ঘর হইতে শুধু দুই পা ফেলিয়া- দিয়াবাড়ি কাশবন –পড়ে শখ হলো এত কাছের সেই কাশ বন দেখার। উনি ওনার এই পোষ্টে আমাকে প্রতিমন্তব্য করেছিলেন, ”আর সপ্তাহ খানেক থাকবে এই আদিগন্ত কাশবন। ঘুরে আসুন। ভালো লাগবে।“ আমি গিয়েছিলাম সপ্তাহ খানেকের মধ্যেই সেই দিয়াবাড়ি কাশ বনে। কিন্তু তখন কাশ ফুলগুলো অনেকটাই ঝিমিয়ে পড়েছে, শরতের শেষ যে, তাই।
ভাল লাগলো তবুও। চারিদিকের কাশবনের মাঝে সুন্দর একটা লেক, লেকের উপরে ব্রিজটার আর্কিটেক্টও নজর কাড়ে। লেক-এ ছোট ছোট প্যাডেল চালিত নৌকায় ঘুরে বেড়াচ্ছেন অনেকেই। বৈঠা বাওয়া নৌকাও আছে দু’একটা। ছোট ছোট ছাউনি তৈরী করা আছে বসার জন্য। চটপটি ফুচকার দোকানও রয়েছে বেশ কয়েকটা। সে বিকেলের ক’টা ছবি পোষ্ট করব যেঃ-
লেক এর ছবিঃ-
ঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃ
সর্বশেষ এডিট : ২৮ শে অক্টোবর, ২০১৫ রাত ১:৩৫