ভালবাসি সবুজ বনানী, নদি পাহাড়, সাগর, জনপদের ছবি তুলতে। সে দেশেরই হোক, বা বিদেশের। বিষয় পেলে মনের আনন্দে ছবি তুলে যাই। আমি ফটোগ্রাফী জানি না। যা চোখে ভাল লাগে, সেগুলোকে ক্যামেরাবন্দি করে, স্মৃতি হিসেবে রেখে দেয়াই আমার আনন্দ। আর নিজের সেই আনন্দ ভাগাভাগি করে নিতে আজকের এ প্রচেষ্টা আমার।
সাদা হাঁসগুলোর অলস সময় (নেপাল থেকে তোলা)
আমার গাঁয়ের লাল ফড়িং
নাম না জানা ফুলটি (নেপাল থেকে তোলা )
দেশী কবুতর বিদেশের মাটিতে ( অস্ট্রেলিয়া থেকে তোলা )
সিলেট যাবার পথে ট্রেন থেকে তোলা
তিন রকমের পাখি ( ক্যানবেরা লেক থেকে তোলা )
আমার গাঁয়ের প্রজাপতি
ফুটফুটে গাঙচিল ( সিডনী হারবার থেকে তোলা )
আমার গ্রামের বাড়ীর বকুল ফুল
কাকের বৈঠক ( সিরাজগঞ্জ যমুনা পাড়ে তোলা )
আমার মায়ের গাছের কাঁঠাল
ঘরে ফেরা (রাজশাহী থেকে তোলা )
গাঙচিল ( অস্ট্রেলিয়া থেকে তোলা )
প্রয়াত কন্ঠশিল্পী মান্না দে (২০০৮ সালে, যখন ঢাকায় এসেছিলেন )
ঘুমন্ত কালো রাজহাঁস ( ক্যানবেরা লেক থেকে তোলা )
মেলায় যাইরে---- ( নেপাল থেকে তোলা )
জংলী ল্যানটানা ( নেপাল থেকে তোলা )
পাহাড়ী নদি ( নেপাল থেকে তোলা )
আমার গাঁয়ের ভাটফুল
বৃষ্টিস্নাত বর্ণীল পাতা ( আমার বারান্দা থেকে তোলা )
পলাশ ফুল ( নেপাল থেকে তোলা )
বোতল ব্রাশ ফুল ( নেপাল থেকে তোলা )
নাম জানা ফুলটি ( পেট্রোনাস টাওয়ারের সামনের বাগানের ফুল, মালয়েশিয়া )
কুহক পাখি ( নেপাল থেকে তোলা )
কাঠবাদাম গাছে চুপটি করে বসে আছে চড়ুই পাখিটি ( আমার বারান্দা থেকে তোলা )
ঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃ ঃঃঃঃঃঃঃঃ
স্মৃতির এলবাম থেকে -----৪ (ফটোব্লগ)
স্মৃতির এলবাম থেকে ----- ৩ (ফটোব্লগ)
স্মৃতির এলবাম থেকে -----২ (ফটোব্লগ)
স্মৃতির এলবাম থেকে ----- ১ (ফটোব্লগ)
সর্বশেষ এডিট : ২০ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:৪০