Cockington Green Gardens, Canberra – এক দিনেই বিশ্ব ভ্রমণ!!!
Cockington Green Gardens, মিনিয়েচার পার্ক নামেও পরিচিত।
মিনিয়েচার পার্ক, ক্যানবেরা সিটি থেকে ১৫ কিঃমিঃউত্তরে অবস্থিত। এখানেই সবকিছুই মিনি বা ছোট ভার্শন। এমনকি গাছগুলোও। সারা বিশ্বের প্রায় সব দেশেরই বিখ্যাত স্থাপনা, যা সেই দেশকে বিশ্বে পরিচিতি দিয়েছে, এমন সব ঐতিহ্যবাহী স্থাপনা সংরক্ষিত আছে এখানে। দিল্লীর লালকেল্লা, ব্রিটিশ Lynton and Lynmouth Cliff Railway,
স্পেন-এর windmills, আর্জেন্টিনার রঙ-বেরঙের দালান কোঠা, ইন্দোনেশিয়ার Borobudur মন্দীর, ইউক্রেনের ঐতিহ্যবাহী পাঁচ গম্বুজ বিশিষ্ট গীর্জা, এমনি আরো অনেক ঐতিহ্যবাহী স্থাপনা। ওখানকার বাঙালিদের কাছে থেকে জানলাম, বাংলাদেশের জন্যও জায়গা নির্ধারন করা আছে, তাদের ঐতিহ্যবাহী যে কোন স্থাপনা সেখানে স্থাপন করার জন্য। কিন্ত অস্ট্রেলিয়ায় নিযুক্ত, বাংলাদেশী কর্তৃপক্ষের কোন কর্তা ব্যক্তিরই সেদিকে নজর দেবার সময় নেই। মিনিয়েচার পার্কের ছোট্ট মিউজিয়ামে (Doll House) দেখতে পেলাম বাংলাদেশীদের পোশাক হিসেবে প্রদর্শিত , পায়জামা-পাঞ্জাবী পড়া একটি পুতুল।
২০০৮ এবং ২০১২ সালে অস্ট্রেলিয়া দেখার সুযোগ হয়েছিল আমার। ২০১২ সালে ক্যানবেরা-র মিনিয়েচার পার্কে শীতকালের একটি বিকেল কাটিয়েছিলাম। সেদিন ঠান্ডা এতটাই প্রকট ছিল যে, পুরোটা না দেখেই আমাদের ফিরে আসতে হয়েছিল। ভেবেছিলাম পরে আবার ঠান্ডাপ্রুফ মোটাসোটা কাপড়-চোপড় পড়ে আবারো আসব। কিন্তু আর হলো না।তবে বাস্প চালিত ট্রেনে চড়ে সম্পূর্ণ এলাকা ঘুরে দেখেছিলাম। সে বিকেলের ক’টা ছবি আজ পোষ্ট করছি।
১। Palace of Darius- Perspolis, IRAN.
২। Steam Train.
৩। Museum of South Africa.
৪। St.Marks Church ,Zagreb, CROATIA.
৫/৬। জাপানের ইন্টারসিটী ট্রেন
৭।
৮।
৯। Windmills, SPAIN.(ডানপাশে)
১০/১১। মাঝে মাঝে এমন সুন্দর কিছু বাগান
১২ ।
১৩।
১৪।
১৫। আর্জান্টিনার রঙ-বেরঙের দালান-কোঠা
১৬। Leander's Tower, TURKEY.
১৭/১৮। Lynton and Lynmouth Cliff Railway, Great Britain. ১৮৯০ সাল থেকে এখন পর্যন্ত চালু আছে।
১৯। বড় বড় গাছের বনসাই
২০।
২১।
২২।Redfort,Delhi - INDIA
২৩। Aztec Temple, MEXICO (পেছনে)
২৪। A castle of Bojnice, SLOVAKIA.
২৫। The Tresury at petra - JORDAN
২৬।
২৭।
২৮।
২৯।
৩০। Borobudur Temple, Indonesia (পেছনে),ইউক্রেনের ঐতিহ্যবাহী পাচ গম্বুজ বিশিষ্ট সেন্ট Andrij church. (সামনে)
International Area (গুগোল থেকে নেয়া)
Cockington Green's Steam Train (গুগোল থেকে নেয়া)
*** আমি অনেক ছবির বর্ণনা দিতে পারিনি। আশা করছি আপনারা জানলে, তা’ মন্তব্যে লিখবেন। (তাই ছবির সংখ্যা উল্লেখ করলাম)
***********************************************************************************
সর্বশেষ এডিট : ১৩ ই আগস্ট, ২০১৫ বিকাল ৫:১৯