উত্তরবঙ্গের ছোট্ট একটা শহরে জন্ম আমার।খুব ছোটবেলা থেকেই বাগান করার শখ। তখন ফুল গাছের কোন নার্সারী ছিল না। সরকারী অফিসগুলোর মালির সাথে পরিচিত হতাম, বন্ধুত্ব করতাম, ওরা আমাকে অনেক ফুলের চারা দিত। সে সব চারা দিয়েই সাজাতাম আমার বাগান।
স্কুল পর্যায়ের শেষের দিকে এসে বাবার ক্যামেরায় হাত দেবার যোগ্যতা অর্জন করলাম। কিন্তু ছবি তোলা মানা। ৩৫টার বেশী ছবি উঠবে না। বাবা তাই ফিল্মের শেষে এসে কয়েকটা ছবি তোলার মত স্পেস রেখে দিতেন । সেই দিয়ে আমি আমার শখ পূরণ করতাম। আজ এই ডিজিটাল যুগে আর ফিল্মের প্রয়োজন নেই।ভয়ে ভয়ে, গুনে গুনে ছবি তোলারও দিন নেই এখন। বাগানের ছবির সাথে এখন যোগ হয়েছে প্রকৃতির ছবি তোলা।
ভালবাসি সবুজ বনানী, নদি পাহাড়, সাগর, জনপদের ছবি তুলতে। সে দেশেরই হোক, বা বিদেশের। বিষয় পেলে মনের আনন্দে ছবি তুলে যাই। আমি ফটোগ্রাফী জানি না। যা চোখে ভাল লাগে, সেগুলোকে ক্যামেরাবন্দি করে, স্মৃতি হিসেবে রেখে দেয়াই আমার আনন্দ। আর নিজের সেই আনন্দ ভাগাভাগি করে নিতে আজকের এ প্রচেষ্টা আমার।
আজ প্রকৃতির কিছু ছবি পোষ্ট করবঃ-
পাকা ধান এসেছে ঘরে
ধান মাড়াই চলছে
সোনালী ধানে আঙিনা ভরে আছে
গাছে থেকে টুপ করে পরে যাওয়া পাকা আম
মুড়ি ভাজা চলছে তাই
কাঁঠাল পাকেনি এখোনো
জামরুল পেকেছে
মে মাস, তাই মে ফ্লাওয়ার প্রকৃতিকে আরো রঙিন করেছে
হাসের ছানাদের জলকেলি
ঢোল কলমি ফুল
বাতাবী লেবু
***************************************************************************
সর্বশেষ এডিট : ০১ লা জুন, ২০১৫ রাত ১১:১৮