************
নেপাল হিন্দুরাষ্ট্র, হোলী দেশটির দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব। প্রধান উৎসব "দশাইন"(বিজয়া দশমী), দুর্গাপূজা। নেপালে হোলী উৎসব ফাল্গুন মাসে হয় বলে নেপালীরা একে "ফাগু"-ও বলে আবার ফাল্গুন মাসের চাঁদের পূর্ণিমায় হয় বলে একে,"ফাগু পুর্ণিমা"-ও বলে।
নেপালে হোলী একটি জাতীয় উৎসব এবং সরকারি ছুটির দিন। এখানকার সব ধর্মাবলম্বীরাই এই হোলী উৎসব বা হোলী খেলায় যোগ দেয়।
বহুকাল আগে থেকেই হিন্দু ধর্মে বিশ্বাসীরা শীতের বিদায় শেষে বসন্তকে স্বাগত জানায়, যখন তারা ফসল ঘরে তোলে। তারা বিশ্বাস করে, বসন্ত উৎসবের মাস। যেখানে সেখানে রঙের ছড়াছড়ি। পরিবারের সবাই, সবাইকে রঙে রাঙিয়ে দেয়। এমনকি বন্ধু-বান্ধবী, প্রতিবেশীদেরকেও রঙ আর রঙিন পানি ছিটিয়ে স্বাগত জানায়। উৎসবে ভরে ওঠে নেপাল।
উচ্চতা অনুসারে নেপালকে তিন রকম অঞ্চলে বিভক্ত করা হয়েছে। সমতল অঞ্চলকে বলে,"তরাই", পাঁচ/ছয় শত মিটার উচ্চতার অঞ্চলকে বলে,"চুড়াই" আর এর থেকে আরো উচ্চতার অঞ্চলকে বলে,"হিমাল"। সব অঞ্চলের অধিবাসীরা একইদিনে হোলী পালন করে না। পাহাড়ীরা পালন করে প্রথম দিনে আর সমতলের অধিবাসীরা পালন করে দ্বিতীয় দিনে। এই ভিন্ন ভিন্ন দিনেই, ভিন্ন ভিন্ন অঞ্চলে সরকারী ছুটি থাকে। হোলীতে বিভিন্ন রঙের মিশ্রন ব্যবহার করা হয়। ওরা বিশ্বাস করে এই বিভিন্ন রঙ, তাদের বিগত বৎসরের সব দুঃখ বেদনা ধুয়ে-মুছে দিয়ে, জীবনকে নতুন রঙে সাজিয়ে তুলবে।
২০১২-এর হোলীর দিনে আমি পোখরায় ছিলাম। ভয়ে ভয়ে বেরিয়েছিলাম। দেশী –বিদেশী সবার শরীরে রঙ দিয়ে মাখা-মাখি। আমরা একটা রেষ্টুরেন্টে বসে ছিলাম। বাইরে বের হই নাই। ওদের রঙ মাখামাখি শেষ হলে বেরিয়ে কিছু ছবি তুলেছি।
পরদিন যাত্রা শুরু করেছিলাম, আমার তখনকার অবস্থান ধারানের উদ্দেশ্য। দুর্ভাগ্যক্রমে সেদিন “তরাই”-তে হোলী ছিল। হোলীতে এদের ভাঙ খাওয়াটাও উৎসবের মধ্যেই পরে। বেশ কয়েকজন ভাঙ খাওয়া, রঙ মাখা লোক আমাদের গাড়ীর সামনে দাঁড়ালো। হাতে লাঠি। গাড়ির ভিতরে রঙ দিতে চাইছিল। ড্রাইভার নেমে বোঝাতে চাইল। কিন্তু মানলোনা। শেষে ড্রাইভারকে রঙ দিল, গাড়িতে রঙ মাখালো, আমরা মুসলমান বলে পার পেয়ে গেলাম। এভাবে রঙে রঙে মাখামাখি ছেলে-বুড়ো, নারী-পুরুষ দেখতে দেখতে এক সময় আমরা পৌছে গেলাম পূর্বাঞ্চলীয় শহর ধারান-এ।
হোলীর কিছু ছবিঃ-
(১)
(১/২) হোলীর রঙ রাস্তার পাশে এভাবে বিক্রি হয় ।
(৩)
(৩/৪) হোলীর রঙে রাঙায়িত নেপালীরা ।
(৫) হোলীর রঙে রাঙায়িত বিদেশী পর্যটকরাও ।
***আজ সেই হোলী উৎসব(দোল পূর্ণিমা)। সবাইকেই হোলীর শুভেচ্ছা!! শুভ হোলী!!!!![/sb]
★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★
সর্বশেষ এডিট : ২৮ শে নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৫২