এবার ঈদে স্বপ্ন ছিল কততো মজা করবো,
ঈদের খুশি গায়ে মেখে চাঁদের দেশে যাবো।
মেঘের সাথে মিতাই করে যাবো ভেসে ভেসে,
বৃষ্টি ভেজা সবুজ ঘাসে খেলবো হেসে হেসে।
বাবার কেনা নতুন জামা থাকতো আমার গায়ে,
শেমাই পায়েশ মিষ্টি মজা রাঁধতো আমার মায়ে।
ভাইকে নিয়ে খেতেম যে তা কততো মজা করে,
ঈদ সেলামি পেতাম দু-ভাই পকেট ভরে ভরে।
কিন্তু হঠাৎ বজ্রপাতে এমন কেন হলো,
কাল বোশেখীর কালো ঝড়ে জীবনটা মোর গেলো।
হল না মোর স্বপ্ন পূরণ গেলেম পরোবাসে,
মৃত্যু কালে কষ্ট নিয়া পিচাশেরা হাসে।
একটু পানির তৃষ্ণায় আমার বুকটা ফেটে যায়,
কারবালারই সীমার তারা কভূ বুঝতে না পায়।
অকাল মরণ বরণ করে গেলেম পরোপারে,
মা যে আমার কাঁদছে এখন বর্ষা মেঘের ভারে।
বাবার আর আমি দু-জন মিলে সংসার চালাতাম,
সবজি বেঁচার অপরাধে জীবন বলি দিলাম।
খারাপ কাজে দেইনি সারা তাইতো হলাম চোর,
হারিয়ে গেল জীবন থেকে ঈদের নতুন ভোর ॥
সর্বশেষ এডিট : ১৮ ই জুলাই, ২০১৫ রাত ১২:০০