বিগত ৩ জুন ২০১৩ইং তারিখ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে নিয়োগ ২০১২ এর জন্য নির্বাচিত প্রার্থীদের জেলা ভিত্তিক তালিকা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েব পাতা http://www.dpe.gov.bd তে প্রকাশিত হয়েছে। উক্ত নিয়োগ পরীক্ষায় বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলা থেকে আমিও একজন প্রতিবন্ধী হিসাবে বিশেষ কোটার প্রার্থী ছিলাম। আমার রোল নম্বর ২৪৪২। আমি লিখিত পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়ে মৌখিক পরীক্ষার আমন্ত্রণ পাই। মৌখিক পরীক্ষা দেবার পর আমি আশাবাদী ছিলাম যে আমার উক্ত কোটায় চাকরি হবে। কিন্তু নিয়োগ পরীক্ষার নির্বাচিত তালিকায় আমার ফলাফল আসেনি। শুধু আমি নয় সরকারি চাকরি নিয়োগে প্রতিবন্ধী প্রার্থীদের জন্য ৫ শতাংশ কোটা বরাদ্দ থাকা সত্ত্বেও বরিশাল জেলায় আর কোনো প্রতিবন্ধী প্রার্থীকে উক্ত কোটা প্রয়োগ করে নিয়োগ দেওয়া হয়। আমি ছাড়া যদি অন্য কোনো প্রতিবন্ধী উক্ত কোটায় নিয়োগ পেতো তবে আমার কোনো দুঃখ থাকতো না। উক্ত কোটায় কেউ নিয়োগ না পাওয়ায় মনে প্রশ্ন জাগে নিয়োগদাতা কর্মকর্তারা কী তবে প্রতিবন্ধী প্রার্থীদের নিয়োগ দিতে আগ্রহী নন? সরকার একদিকে প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানের সুযোগ করার কথা বলেন অপরদিকে সরকারি চাকরি নিয়োগে প্রতিবন্ধী কোটা থাকা সত্ত্বেও আমরা প্রতিবন্ধী ব্যক্তিরা চাকরি পাইনা কেন তা আমার বোধগম্য নয়। বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকষর্ণ করছি। প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়োগদানে কোনো রকম অবহেলা হয়ে থাকলে তার ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিনীত ভাবে অনুরোধ করছি
*********
মোঃ কামরুল ইসলাম
গ্রাম-কাফিলা, ডাকঘর কাফিলা
থানা-বাকেরগঞ্জ, জেলা- বরিশাল
ফোনঃ ০১৭৫০০৩০৪৬৬