আলোর ঝলক নিয়ে ধরায় হাজির দিনমণি
পূবের আকাশ রাঙা হলো জাগলো কাদের গণি।
পাক পাখালি প্রভাত আলোয় হারায় তেপান্তরে
তাসবীহ পড়ে মহান খোদার সারাটা দিন ধরে।
আলোয় আলোয় ভূবন ভরা দূর হলো সব কালো
নিজে পুড়ে দেয় যে মণি সারাটা দিন আলো।
দুপুর হলেই তেজ বেড়ে যায় অগ্নিপিন্ড সম
বিকেল হলেই তেজ কমে যায় জ্বলে মম মম।
সন্ধ্যাক্ষনে নীল দরিয়ায় মণিটা দেয় ডুব
হারিয়ে যায় ধরা থেকে হয়ে যায় নিশ্চুপ।