মাসের পরে মাস কেটে যায় দিনের পরে দিন
হরেক দিনের মাঝেও আমি না পাই সুখের দিন।
বুনছি কত স্বপ্নের গান কন্ঠ সুরের গীতে
বারবার তা যাচ্ছে ভেসে ভয়াল সুনামিতে।
আর কত কাল ঘুরবো ভবে কষ্ট পুঁজি করে
কওনা খোদা কেমন করে সুখ রাখা যায় ধরে।
তামাম জাহান তোমার হাতে তুমি-ই পারো সব
রইবো কেন পর ভরসায় তুমি-ই-তো মোর রব।
রিক্ত মনে ডাকছি তোমায় শুনতে কি পাও কভু?
নাই ভরসা তুমি ছাড়া দাও সাড়া দাও প্রভু।
কে আছে আর তোমার মতো সবাই স্বার্থপর
কার পুড়েছে কপাল এমন যা পুড়েছে মোর।
মন পাখিটার পায়ে বাঁধা পরাধীনতার শিকল
রুগ্ন হয়ে রইনু পড়ে অঙ্গরা সব বিকল।
ললাটে মোর ভাগ্য রেখা মুছেই গেছে কবে
ইহকালের জীবন তরী মাঝ দরিয়ায় ডোবে।
সব হারিয়ে এখন আমি তোমায় স্মরি বারে
লা-ইলাহা ইল্লাল্লাহু মুক্তি দিতে পারে।
মনের যত দাগ কালিমা দূর করে দাও তুমি
শিশির দিয়ে দাও ভিজিয়ে মনের মরুভুমি।
মুক্তি যেন পাই গো খোদা তোমার পথে চলি
লক্ষ্য কেবল জীবন শাখায় ফুটুক গোলাপ কলি ।