মুভি রিভিউ ও বাংলা সাবটাইটেল
ছোটো একটি শহরে দুটো সন্ত্রাসী বাহিনীর মাঝে বিরোধ চলছে মারাত্মকভাবে। পান থেকে চুন খসলেই শুরু হয়ে যায় রক্তক্ষয়ী যুদ্ধ। তখনই আবির্ভাব ঘটে এক অচেনা আগন্তুকের। যার নাম-পরিচয় কেউ জানে না, তবে সবাই জানে সে এক সুদক্ষ সামুরাই যোদ্ধা। তরবারির খেল দেখিয়ে দুটি দলের ওস্তাদের চোখে হিরো বনে যায়, ফলে দুটি দলই তাঁকে দলে ভেড়াতে ওঠে-পড়ে লাগে। এই সুযোগ কাজে লাগিয়ে দুটি দলেই সে এপক্ষ-ওপক্ষ করে চালিয়ে যায়। সেই আগন্তুক আবার তাঁদের মাঝে যুদ্ধ থামাতে বদ্ধ পরিকর। কিন্তু সেটি এতো সহজ নয়। সাথে আছে জীবন হারানোর ঝুঁকি।
প্রখ্যাত জাপানি চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, সম্পাদক এবং চিত্রনাট্য লেখক আকিরা কুরোসাওয়ার এক অনবদ্য সৃষ্টি “ইয়োজিম্বো বা দেহরক্ষী”। সামুরাই যোদ্ধা বা দেহরক্ষী চরিত্রে অভিনয় করেন জাপানি কিংবদন্তি অভিনেতা তোশিরো মিফুনে, যার উপস্থিতি মানেই মুভি পায় ভিন্ন মাত্রা। সাথে ছিলেন আরেক কিংবদন্তি তাকাশি শিমুরা।
এই চলচ্চিত্রের মধ্য দিয়েই “বেনামী ব্যক্তি” ধারণার প্রবর্তন হয়। পরবর্তীকালে ক্লিন্ট ইস্টউড অভিনিত সের্জিও লেওনে পরিচালিত ডলার্স ত্রয়ী-তে বেনামী ব্যক্তির ভূমিকায় অভিনয় করে “বেনামি ব্যক্তি”র ধারণাকে জনপ্রিয় করে তুলেন। এই সিরিজের প্রথম চলচ্চিত্র আ ফিস্টফুল অফ ডলার্স ইয়োজিম্বোর সরাসরি পুনর্নির্মাণ, যদিও তা আনুষ্ঠানিকভাবে স্বীকৃত নয়।
অসাধারণ মুভিটি আর দেরি না করে দেখে ফেলুন বাংলা সাবটাইটেল সহ। আশাকরি দারুণ অভিজ্ঞতা আর মুগ্ধতা নিয়ে মুভিটি শেষ করবেন। সাবসিন ডট কম থেকে বাংলা সাবটাইটেল ডাউনলোড করে নিন।
=> বাংলা সাবটাইটেল সহ মুভির স্ক্রিনশটঃ
সর্বশেষ এডিট : ১৮ ই মে, ২০১৬ বিকাল ৫:১৯