একটি খুনের ঘটনা নিয়ে মুভির গল্প। একটি খুনের ঘটনার ক’জন সাক্ষি থাকতে পারে? খুনি নিজে, প্রত্যক্ষদর্শী কেউ, বা খুনের আগে-পরে দেখা কেউ। আচ্ছা, এমন যদি হয় যাকে খুন করা হয়েছে সেই মৃত ব্যক্তিও যদি সেই খুনের সাক্ষী হয় তাহলে ব্যাপারটি কেমন দাঁড়ায়? আর খুনি, প্রত্যক্ষদর্শী, হত্যার শিকার সেই ব্যক্তি বা অন্য অনেক ব্যক্তির সাক্ষ্য কারো সাথে কারো না মিলে? সবার সাথে খুন হয়ে যাওয়া সেই ব্যক্তিও মিথ্যে সাক্ষ্য দেয়?
হ্যাঁ, এমনই একটি গল্প নিয়ে জাপানি চলচ্চিত্রের অগ্রদূত আকিরা কুরোসাওয়া তৈরি করেছেন একটি অনবদ্য সিনেমা। এই মুভির মাধ্যমেই বিশ্বের কাছে পরিচিতি পায় জাপানি চলচ্চিত্র। এটি নির্মাণে স্বনামধন্য চিত্রগ্রাহক কাজুও মিয়াগাওয়ার অবদান রাখেন আর রিউনোসুকে আকুতাগাওয়া রচিত দুটি গল্প অবলম্বনে এই মুভির গল্প তৈরি হয়। সিনেমাটি ভেনিস চলচ্চিত্র উৎসবে গোল্ডেন লায়ন অর্জন করে এবং ২৫তম একাডেমি পুরস্কার অনুষ্ঠানে একাডেমি সম্মানসূচক পুরস্কার অর্জন করে। এই পুরস্কারটি সেরা বিদেশী ভাষার চলচ্চিত্র হিসেবে দেয়া হয়েছিল।
মুভিটি সহজে প্রাণবন্তভাবে উপভোগ করার জন্য বাংলা সাবটাইটেল সহ দেখার অনুরোধ রইলো। বাংলা সাবটাইটেল সহ উপভোগে পাবেন ভিন্ন মাত্রা। সাবসিন ডট কম থেকে সাবটাইটেল নামিয়ে নিতে পারেন।
বাংলা সাবটাইটেল সহ কিছু স্ক্রিনশট-
সর্বশেষ এডিট : ১৮ ই মে, ২০১৬ রাত ১২:০৫