চলুন আজ পরিচয় করিয়ে দেই এক অন্যরকম মুভির সাথে। একটি মুভি কিন্তু বাংলা উপন্যাসের মতো তিন দৃশ্যে বিভক্ত। মজার বিষয় হচ্ছে রঙিন জমানায় এসেও মুভিটা সাদা-কালো বানানো হয়েছে (যদিও বিভিন্ন অবজেক্টের ওপর রঙিন ইফেক্ট বিদ্যমান)। দেখতে দেখতে আবিষ্কার করুন কেনো এই মুভিটি এতোটা আলাদা। কেনো মুভিটি উপন্যাসের মতো করে খণ্ড আকারে সাজানো হয়েছে আর কেনোই বা রঙিনের যুগে মুভিটিকে সাদা-কালো ইফেক্ট করা হয়েছে।
ব্যাসিন সিটি নামের এক অন্ধকারাচ্ছন্ন ও দুর্দশাগ্রস্ত শহরের তিনজন ভিন্ন ব্যাক্তির জীবনের গল্প নিয়ে নির্মিত হয় মুভিটি। মুভিটি আইএমডিবি টপ ২৫০ এ ১৯৬ (পরিবর্তনশীল) নাম্বারে অবস্থান করছে।
That Yellow Bastard: হৃদযন্ত্রের সমস্যার কারনে অবসরের দ্বারপ্রান্তে থাকা হার্টিগান নামের এক পুলিশ অফিসারের ১১ বছরের একটি মেয়েকে ধর্ষণ থেকে বাঁচাতে গিয়ে নিজেই সেই মামলায় ফেঁসে যায়। সে কি পারবে সেই জাল থেকে বের হতে?
The Hard Goodbye: মার্ভ নামের অতিকায় চেহারার এক ব্যাক্তিকে হঠাতই প্রেমের প্রস্তাব করে গোল্ডি নামের একটি মেয়ে, কিন্তু ১ম রাতের ডেটিং করতেই খুন হয়ে যায় গোল্ডি। তাঁর জমজ বোন সন্দেহ করে মার্ভই খুন করেছে তাঁকে। পিছু নেয় মার্ভকে ধরার জন্য। মার্ভও খুঁজতে থাকে গোল্ডির আসল খুনিকে।
The Big Fat Kill: জ্যাকি বয় নামের এক ষণ্ডামার্কা লোক বন্ধুবান্ধব নিয়ে ফুর্তি করতে গিয়ে দেখে প্রেমিকা শেলি রঙ্গতামাশায় মেতে রয়েছে নতুন প্রেমিক ডোয়াইটের সাথে। ডোয়াইটের পিছু নিয়ে ব্যাসিন সিটিতে হাজির হয় সে। ঘটনাচক্রে ডোয়াইট ও একটি পতিতা চক্র খুন করে ফেলে তাঁকে। তারপর জানতে পারে জ্যাকি বয়ের আসল পরিচয়? কী তাঁর পরিচয়? কেনোই বা তাঁরা চমকে ওঠে পরিচয় পেয়ে?
মুভিটি প্রশস্ত স্ক্রিনে এক অনন্য কালার প্রসেসিং এর জন্য সবচেয়ে বেশি সমাদৃত হয়েছে। সাদা-কালো ইফেক্টে তৈরি হলেও বিশেষ কিছু দৃশ্য বা বস্তুকে রঙিন দেখানো হয়েছে। কান চলচ্চিত্র উৎসব-২০০৫ এ জিতে নেয় “ভিজুয়াল শেপিং” ক্যাটাগরিতে সেরা পুরস্কার।
মুভিটি বাংলা সাবটাইটেল দিয়েও দেখে নিতে পারেন। যা মুভি উপভোগে যোগ করবে ভিন্ন মাত্রা। সাবসিন ডট কম থেকে বাংলা সাবটাইটেল নামিয়ে নিতে পারেন।