সোহেল তাজ তোমাকে স্যালুট। তোমরাই সময়ের সাহসী সন্তান।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
ইতিহাসে অমর হতে হলে জীবনে অন্তত ১ বার অসম্ভব সাহস দেখাতে হয় যে সাহস সচরাচর সবাই দেখাতে পারে ন। তোমাকে স্যালুট তোমার এই সাহসী পদক্ষেপের জন্য। মন্ত্রী/এমপি হয়ে ছাগলের ৩ নাম্বার বাচ্চা হয়ে পাগলা কুত্তার পা চাটার চাইতে নিজের সাহসী মতামত প্রকাশ করে বেচে থাকার স্বাদ কি বিভেকহীন নেতা-ক্ষেতারা বুঝবে? কক্ষোনো না। তাই পাতি মন্ত্রী আর এমপির পদ হতে ইস্তেফা দিতে সাহস লাগে। যা আছে সাহসী পিতার যোগ্য সন্তানের । American University in Bulgaria হতে । Business Administration বিষয়ে অনার্স আর Gordon University in the USA হতে masters করা পুলা প্রতি মন্ত্রিহতে ইস্তেফা দেওয়ার পরও সরকার তার একাউন্টে যে বেতন-ভাতা পাঠিয়েছিলো তা সরকারকে ফেরত দিয়ে আসলে বর্তমান নেতা-ক্ষেতাদের গালে বাম হাতের এক থাপ্পরই মেরেছেন। সাবাস তাজ !! তোমাকে অভিনন্দন!!!!! নিজের পকেটে সামান্য কয়টা টাকা জমানোর জন্য বর্তমান নেতারা যখন দেশের চদ্দুগোষ্টি উদ্দার করতেও সামান্য কুন্ঠাবোদ করে না তখন তুমি দেখিয়ে দিলে দেশপ্রেম কাকে বলে। যেমনটা পাকিস্থান সেনাদের চোখকে ফাকি দিয়ে তোমার বাবা মুজিব নগর সরকার গঠন করতে গিয়ে বলেছিলেনঃ স্বাধীনদেশের মানুষই ইতিহাস খুজে আমাদের অবদানকে জেনে নিবে। মিথ্যা-অহংকার আর ক্ষমতার অপব্যবহার মানুষকে ইতিহাসে অমর করতে পারে না। শেখ সেলিম+শেখ হেলাল গংরা নাকি তোমাকে অন্যায়ের প্রতিবাদ করাতে শাসায়? ভয় নাই তোমাদের সময় কখনোই তার সাহসী সন্তানদের অবদানকে অস্বীকার করে না। বরং সময়ের সাহসী সন্তানদের সে ইতিহাস বিখ্যাত করে তোলে অহতো তাতে সামান্য সময় লাগতে পারে। তাছাড়া নিজের বিভেকের সাথে প্রতারনা করে বেচে থাকা আর মানুষ নামের শুকুন হয়ে মরা-পচা পশুর মাংস খাওয়া একই কথা। যেখানে বিভেকের তাড়া নেই সেখানে মনুষ্যত্ব কোথায়। আর যার মধ্যে মনুষ্যত্ব নাই সে আবার মানুষ কিসের? সেতো চতুসপদ পশুই নয় বরং তার চাইতেও নিকৃষ্ট। নর্দমার পচা কিট। মানুষের ২৪ ঘন্টার মলমূত্রই তাদের প্রতিদিনকার খাবা র। কোন বিভেকবান মানুষই এই জীবনকে পছন্দ করতে পারে না । অভিন্দন তোমাকে!!!!!!!!!! হে সময়ের সাহসী সন্তান!!!!!!! তোমার সাহসী পদক্ষেক কে!!!!!!!!!!!!!!!
৪টি মন্তব্য ৪টি উত্তর
আলোচিত ব্লগ
শাহ সাহেবের ডায়রি ।। ভারত থেকে শেখ হাসিনার প্রথম বিবৃতি, যা বললেন
জেলহত্যা দিবস উপলক্ষে বিবৃতি দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (২ নভেম্বর) বিকালে দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে এটি পোস্ট করা হয়। গত ৫ আগস্ট ছাত্র-জনতার... ...বাকিটুকু পড়ুন
এখানে সেরা ইগো কার?
ব্লগারদের মাঝে কাদের ইগো জনিত সমস্যা আছে? ইগোককে আঘাত লাগলে কেউ কেউ আদিম রোমান শিল্ড ব্যবহার করে,নাহয় পুতিনের মত প্রটেকটেড বুলেটপ্রুফ গাড়ি ব্যবহার করে।ইগো আপনাকে কোথায় নিয়ে গিয়েছে, টের পেয়েছেন... ...বাকিটুকু পড়ুন
এবং আপনারা যারা কবিতা শুনতে জানেন না।
‘August is the cruelest month’ বিশ্বখ্যাত কবি টিএস এলিয়টের কালজয়ী কাব্যগ্রন্থ ‘The Westland’-র এ অমোঘ বাণী যে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে এমন করে এক অনিবার্য নিয়তির মতো সত্য হয়ে উঠবে, তা বাঙালি... ...বাকিটুকু পড়ুন
=বেলা যে যায় চলে=
রেকর্ডহীন জীবন, হতে পারলো না ক্যাসেট বক্স
কত গান কত গল্প অবহেলায় গেলো ক্ষয়ে,
বন্ধ করলেই চোখ, দেখতে পাই কত সহস্র সুখ নক্ষত্র
কত মোহ নিহারীকা ঘুরে বেড়ায় চোখের পাতায়।
সব কী... ...বাকিটুকু পড়ুন
মার্কিন নির্বাচনে এবার থাকছে বাংলা ব্যালট পেপার
আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে বাংলার উজ্জ্বল উপস্থিতি। একমাত্র এশীয় ভাষা হিসাবে ব্যালট পেপারে স্থান করে নিল বাংলা।সংবাদ সংস্থা পিটিআই-এর খবর অনুযায়ী, নিউ ইয়র্ক প্রদেশের ব্যালট পেপারে অন্য ভাষার সঙ্গে রয়েছে... ...বাকিটুকু পড়ুন