মাও. শেখ মোঃ আহমদ জাকারিয়াঃ-
নরওয়ের রাজধানী ওসলোর তাবলিগী মারকাজগুলোতে এখন তরুন যুবকদের ভীষন ভীড়্ ইসলামি মিশনারী গ্রুপ তইবলিগের দাওয়াতি কার্যক্রম ওই অঞ্চলে ব্যাপকমাত্রায় ছড়িয়ে পড়েছে। অস্থির সমাজ ও অর্থনিতির দন্য্তায় হতাশ ইউরোপিয়াদের জন্য ইসলাম যেনো এক প্রশান্তির সুধা। সদ্য ইসলাম গ্রহনকারী এক যুবক তার প্রতিক্রিয়ার এমনটাই জানালেন। ইউরোপের অব্যাহত সামাজিক ধ্বংশ এই অঞ্চলের মানুষকে দিন দিন জীবন সম্পর্কে উদাসীন করে তুরেছে। মদ-মাদকতায় ডুবে জীবনের গ্লানী তোলার চেষ্টা করলেও তা কাজে আসছে না। পারিবারিক বন্ধন ছিন্নতা,বেকারত্ব ও হতাশা মানুষকে ঠেলে দিচ্ছে কঠিন পরিণতির দিকে । পাগল ও মানসিক রোগীর সংখ্যা ইউরোপের দেশ ও সমাজগুলোতে গত কয়েক দশকে আশন্কাজনক হারে বেড়ে গেছে। ভিন্নদিকে জীবন সম্পর্কে অর্বাহত হতাশা বাড়িয়ে দিয়েছে আত্নহত্যার প্রবণতা। পরিসংখ্যান উল্টালে এমন ভয়াবহ তথ্যই পাওয়া যাবে। ইউরোপের বেশির বাগ মানুষ মদ ও অন্যন্য নেশাজাতীয় মাদকতায় আসক্ত্। এ রকম এক পরিস্থিতিতে ইসলামের শান্তির পরশ নিয়ে ইউরোপের দ্বারে কড়া নাড়ছে তাবলিদের তরুন প্রজন্ম। ইউরোপিয়ান লোকদের কে তাদের সৃষ্টার সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য এরা ছুটছে ওসলো,প্যারিস,বার্লিনের পথে পথে। ওসলো তাবলিগ জামাতের আমির নাদিম বাটের সুযোগ্য তত্বাবধানে এখানকার যুবশক্তির মাঝে সৃষ্টি হয়েছে নতুন প্রানচঞ্চলতা। নরওয়ের চরমপন্থী খ্রিস্টান জঙ্গি এন্ড্রাসবেইব্রিকের মতো কুখ্যাত ঘাতকরা এই প্রবণতাকে রুখে দেওয়ার মতো ঘৃন্য পন্থায় অবলম্বন করুক, তা ফলপ্রসু হবে না। এন আরকের সঙ্গে কথোপথনে জানালেন ওসলো তাবলিগের এক তরুন। আমরা মানুষকে আল্লাহর দিকে ডাকি। শান্তি ও সম্প্রীতি ইসলামের মোলিকশিক্ষা্ এর আলোকেই আমরা সমাজ বির্নিমান করতে চাই।ইসলাম ছাড়া মানুষ ও মানবতার শান্তি কোথাও নেই।ইউরোপের অশান্ত মানুষের হৃদয়ে ইসলামের আলো ও প্রশান্তির ছড়িয়ে দিতেই এখানে আমাদের শান্তিপৃর্ন পদচারনা, বললেন নাদিম বাট। তবে ইউরোপের নিশীথ সূর্যের দেশ নরওয়েতে সম্প্রতি এক চরমপন্থী খ্রিস্টান জঙ্গির বর্বোচিত হামলা ওই অঞ্চরের মানুষকে আরেকবার মধ্যযুগে ধর্মের নামে খ্রিস্টান বর্বরতার কথা স্মরন করিযে দিচ্ছে। তটস্থ ইউরোপ তাই এক নিরাপদ আশ্রয়ের সন্দানে মরিয়া, যার ছায়ায় আশ্রিত হয়ে নিরাপদ হয়ে উঠবে আজ ও আগামীর ইউরোপ। ইসলাম ছাড়া আর কোথায় আছে সেই প্রশান্তি ও নিরাপত্তা? তাই আজকের অশান্ত-অস্থির ইউরোপ ছুটে চলছে শান্তির ধর্ম ইসলামের দিকে।