ফিরিয়ে দাও আমার ভাইয়ের তাজা রক্ত; যদি তুমার বাংলায় কথা বলতে লজ্জা লাগে।
খুলে ফেলো তোমার শরীর থেকে আমার ভাইয়ের রক্তমাখা শার্টপড়ার তপকাটা; যদি রাজপথের বিলবুটের লেখাগুলো বাংলায় লিখতে তোমার ঘৃন্না লাগে।
বন্ধ কর তোমার র্দুগন্ধমাখা মুখের হাসিটা; যদি বাংলা ভাষায় হাসতে তোমার কষ্টলাগে।
কি মূল্যদিলে আমার রক্তের?;যদি বাংলায়ই ব্যানার লিখতে তোমার ভালো লাগে।
মাতৃভাষা দিবস নামে চিল্লাচিল্লি বন্ধ কর; যদি আমার মাকে ম্যাম না বলে মা বলতে তোমার প্যাসটিজ নষ্ট হয়।
বিদেশী ভাষা শিখতেত তোমাকে কেউ নিষেধ করেনি; শুধু মায়ের ভাষাটাকে মায়ের মত ভালোবাসতে বলেছি।
৮ই ফালগুন যদি পছন্দ না হয়; তাহলে ২১ই ফেব্রুয়ারীতে কেন বাংলায় গান গাও।
বাংলাভাষার জন্য তোমাদের মায়া কান্নায় ফেব্রুয়ারীতে কান ঝাঝরা ঝাঝড়া হয়ে যায়; অথচ রেডিও জকির নামে তোমরা যা করো তাতো কাক পাখির গানের মত বেসুর শুনা যায়।
দুনিয়াটা একটু গুরে দেখো;সবাই কিভাবে তাদের নিজের ভাষাকে আকড়ে ধরে আছে। অথচ দুনিয়াতে তারাতো টাকা-করিতে অনেক বেশি এগিয়ে তোমাদের চাইতে।
অথচ এখনো তোমরা নিজেরাই নিজে নিজে একজন আরএকজনকে কিভাবে ধ্বংশ করে চলতেছ। তোমরাতো কেউ দেশকে নিয়ে ভাবো না; এখনো ভিক্ষার থলি নিয়ে অন্যের বাড়িতে দাড়িয়ে থাকো। তোমার হয়ত লাজ লজ্জা বলতে কিছু নেই কিন্তু তোমাকে আমর উত্তরসূরী হিসাবে দেখে আমি যে দূর দেশে শুয়ে থেকেও খু্ব খুবই খুবইই লজ্জা পাই।
সর্বশেষ এডিট : ২৯ শে ডিসেম্বর, ২০১১ বিকাল ৩:৩২