*
তোমার পাশে আমার আত্মাকে শুইয়ে দিলাম
তাঁকে নিয়ে খেলো হে রমণী
পৃথিবীটাকে বিশাল নির্বোধ এক ব্রোথেল ভাববার অধিকার তোমার আছে
যেহেতু তুমি সুন্দরী
আমি এক উম্মাদ এবং যৎসামান্য কবি যিনি মাতাল হ’য়ে
রাষ্ট্রের দুর্বলতা নিয়ে চিন্তা করেন
এবং বস্তুত
ঘুমের মধ্যে সে জাগিয়ে রাখে নিজেকে
প্রেম করে সে ভালোবাসার সঙ্গে
প্রেমিকাদের দুঃখকে সে ঘৃণা করে
**
তাঁকে প্রতি মঙ্গলবার
পাওয়া যায় স্তন্যপানরত রক্তাক্ত— নগ্ন সুগভীর নারীর মেধাবী মগজের ভেতর
অপেক্ষারত
ক্ষমা করো হে রমণী
আমার পাপ
***
তুমি কি উদগ্রীব হয়ে আছো আজো
প্রেমের প্রকৃত প্রস্তাবে?
আমি তোমাকে শীত রাত্রির মারিজুয়ানার মতো ভালোবাসি
****
তুমি তো সেই কবিতা আমার যাকে প্রতিবার
আমি করি নতুন সৃষ্টি ও ধ্বংসে আবিষ্কার
*****
কবিতা দিয়ে একটি রাষ্ট্র তৈরি করার কথা ভাবছি
যদি খুন হতে রাজি থাকো তুমি