রাতপ্রহরীরা ঘুমাল কেবল ,
জীবনের ক্যালকুলেটরে Syntax error নিয়ে !
মনের মধ্যে ক্ষত থাকলে
দীর্ঘনিশ্বাসের সাথে কিছু জীবন বেরয় ,
তোমরা তারে কথা বল !
ভয়াবহ একটা টান ছিল
মধ্যাকর্ষনের মত ,
অস্বীকার করার জো নাই ,
তবুও তুমি ঘুমাও
আমি নাহয় দেখি !
ইশ !
মেঘ না থেকে যদি আকাশে আজ জোত্স্না থাকত ,
সবুজের মাঝে তোমার মুখ আলতো ঝলসে দিত মায়ায় !
আমি নাহয় দেখতাম
ভুল ,ভুল বলে
ব্যর্থতাতো আর ঢাকতে পারবনা ,
আত্মপোলব্ধি খারাপ জিনিস
ভয়ানক কষ্ট দেয় !
কষ্ট দূর করারতো আর কোন রসায়ন নাই ,
আমার হিসাবও Syntax error !
আমি নিজেরেই পাত্তা দিতাম না ,
আমি নিজেরেই জীবন দিতাম না !
আমাদের হিসাব নাহয়
Syntax error ই থাক !
সর্বশেষ এডিট : ৩১ শে মার্চ, ২০১৬ ভোর ৪:০৩