এটা ভাল লক্ষণ।
রাজনীতির ক্ষেত্রে একটা বাজে ট্রেন্ড দেখা যায়, নতুন কমিটি এসে পুরান কমিটি দোষ ধরতেই ব্যকুল। কাজ করবে কখন?
এ সরকার আসার পর আগের জোট সরকারের যে পরিমাণ বদনাম করেছে, সংসদে সেটা করতে গিয়ে যে পরিমাণ সেশন ব্যয় করেছে, আর নাম পরিবর্তনের রাজনীতিতে যে পরিমাণ সরকারী অর্থ গচ্ছা দিয়েছে তা না করে যদি তারা মন্জুরের পথ ফলো করতো তাহলে হয়তো আজ অন্যভাবে লিখতে হতো সবকিছু।
মঞ্জুর বলেছেন ‘মহিউদ্দিন আমার বড় ভাই, চট্টলার উন্নয়নে তার সহযোগিতা চাই’
একথাটা যদিও কতটুকু রাজনৈতিক চাল আর কতটুকু মন থেকে বলা তা নিশ্চিত হতে হলে আরও সময় দিতে হবে।
তারপরও এতটুকু বলতে পারি, তার এ কথায় চট্টলা বাসী স্বস্তি পেয়েছে।
চট্টগ্রাম বিএনপির ঘাঁটি বলে পরিচিত। এখানে তাদের এতবড় জয় অনাকাঙ্খিত ঘটনার শুরু করতে পারে। বিশেষ করে ছাত্রলীগ ও মহিউদ্দীন কেন্দ্রিক ক্যাডারদের ত্রাস সৃষ্টিকারী ইমেজ, ছাত্রদল ও অন্যান্য রাজনৈতিক গোষ্ঠীর উপর তাদের আক্রমন --- এর প্রতিশোধ নেবার চিন্তা কারও মাথায় আসতেই পারে।
এক্ষেত্রে বিএনপি আহ্বান জানালো ,'আজ কোনো মিছিল-মিটিং হবে না। শোকরানা আদায় করা হবে।`
ধন্যবাদ।বিএনপির এ স্বিদ্ধান্ত স্বাগত জানাতেই হয়।