বিষয়টা হঠাৎ করে মাথায় আসল, বরং মাথায় এসে বাড়ি দিল।
এক সিনিয়র ভাইয়ের সাথে গল্প করছিলাম। বড় ভাই, তাও আবার বিবাহিত। হঠাৎ করে স্ত্রীজাতি (কু)অভ্যাসের ব্যপারে সতর্ক করে দিচ্ছিলেন।
হঠাৎ কথার এক ফাঁকে তিনি বলে বসলেন, যা দিনকাল পড়েছে... মেয়েরাও তো সিগারেট খাইতেছে। পাত্রী খোঁজার বেলায় সাবধান।
আমরা হঠাৎ আকাশ থেকে পড়লাম। সিগারেট খাওয়া মেয়ে দেখিনাই সেইটা বলিনা.. তাই বলে পাত্রী খুঁজতে গিয়ে সতর্ক হবার মত বিষয় হয়ে যায়নি।
বড়ভাই বল্লেন, কি কও?... চারুকলার ৯৯% মেয়ে সিগারেট খায়।
আমরা সকলে মাথা নেড়ে প্রতিবাদ করলাম।...
-না ভাই, একটু বেশী বলা হয়ে যাচ্ছে না?
পাশে বড়ভাইর কলিগ বসা । তিনি যেন আমাদের পক্ষ নিলেন।
-না ... তুই ঠিক কস নাই।
বড়ভাই তাকাইয়া তার দিকে হাসলেন এক ঝলক। কি যেন বুঝালেন চোখের ভাষায়।
তার দোস্ত সাথে সাথে মত পাল্টাইলেননা, তবে ডা বল্লেন তার জন্য আমরা কয়জন পালাতে পারলেই বাঁচি। বললেন-
-আসলে তো সিগ্রেট খায়না। তবে বেশীরভাগই গাঁজা টানে।
-মেয়েরাও?!
-হ, তাইলো আর কই কি?
কথাটা বিশ্বাস হয়নাই এখন অবধি। যাই হোক, ভাইয়েরা সিগ্রেট টানেন তো টানেনই। তয়, বইনেরা একটু সাবধান ,
কারণ ডাবল রিস্ক। Female Smokers Face Double the Risk for Lung Cancer Compared to Male Smokers, NewYork-Presbyterian/Weill Cornell Study Finds
সর্বশেষ এডিট : ০৪ ঠা নভেম্বর, ২০০৯ রাত ১০:৩৭