তুমি কোথায় আছো আর কতদূর?
শত কোটি মুখে, তোমায় খুঁজে ফিরে,
ক্লান্ত এ মনটা বড় বিষন্ন আজ।
চোখ জুড়ে নেমেছে ক্লান্তি, -
নিখাঁদ নিস্তব্ধ অবসন্ন সাজ।
তুমি হেটেছো কখনও যে পথে মন ভুলে
শত সহস্র করুণ কালো রাত্রিতে,
সে মন পথ, আমিও হেটেছি মন খুলে।
খুঁজতে তোমায়, হাতরে ফিরেছি শুধু
তোমার আমার স্মৃতির কঙ্কাল।
ক্লান্ত নিথর রাত্রীর শেষে -
অবসাদে কেটেছে মলিন সকাল!!
রোদ, ঝড়, বৃষ্টি, গ্লানি উপেক্ষা করে তবু,
হেটে চলেছি, হেটে চলেছি!!
আর এখন? মন আকাশে বিষন্ন দুপূর।
তোমাকে খুঁজে পাবো সে আশায়! ভালোবাসায়!
তোমার মনের পথ সেটা আর কতদূর?
সর্বশেষ এডিট : ০১ লা মে, ২০১৬ রাত ৯:২৬