বেশ কয় বছর নেটের জগতটা দেখার পর মনে হল নেটে একটা ছেলের চাইতে মেয়ের চাহিদা অনেক অনেক বেশী। এখানেতো নারী-পুরুষের সম-অধিকার খর্ব হচ্ছে প্রতিনিয়ত । সোস্যাল নেটওয়ার্ক গুলো থেকে শুরু করে যত গুলো ওয়বেসাইটে পা রাখছি তার সবগুলোতেই সেই এক অবস্থা। কারও যেন সময়ের কোন অভাব নাই; শুরুতে ভাবতাম আমিই বোধহয় একমাএ হব।
আমি আমার ফ্লিকার অ্যাকাউন্টটা নিয়ে বড় বেশী চিন্তিত। আজ প্রায় বছর খানেক হতে চলল আজও প্রো-লেবেলটা লাগল না অথচ আমার জায়গাতে যদি কোন নারী/মহিলা/মেয়ে হত বড়জোর দুই মাস। চাইলে এর চাইতেই কম সময়।
মাঝে মাঝে চাকরীর ইন্টারভিউ দিতে যাবার সময় মনে হয় শার্ট-প্যান্টের বদলে সালোয়ার কামিজ পড়ে গেলে অন্তত চাকরী পাবার সম্ভবনা খানিকটা হলেও বাড়বে। একটু রঙ্গ-রস করলে এম.ডি মনটা নরমও হইতে পারে।
আমার মার কথাগুলো অক্ষরে অক্ষরে ফলতে শুরু করেছে। আমি জীবনে কিছুই করতে পারব না এটা আমার মা প্রায়ই বলত। ইদানিং আমি এর সত্যতা পেতে শুরু করেছি। সবকিছু আবার আগের মত অ্যাউলায় গেছে। আবার খ্রাপ হয়ে যাচ্ছি।
আমি বগ্লে একটা পোষ্ট দিয়ে সমাজটাকে বদলাতে পারব না কিন্তু বল্গার ভাই-বোনেদের এটা জানা উচিত সমাজ বদলানোর আগে নিজেকে বদলানোটা বেশী জরুরি।