১৯৯৬ সালে এলেক্সা প্রতিষ্ঠিত হয়। এলেক্সা ইন্টারনেটে তার ব্যবহারকারীদের উন্নতিকল্পে স্থায়ীভাবে কিছু কর্মসূচি শুরু থেকেই হাতে নেয় যা এখনো বহাল আছে। প্রতিষ্ঠার পর থেকে এলেক্সা এর টুলবার মিলিয়ন বারেরও বেশি বার ডাউনলোড করা হয়েছে এবং সেই থেকে আজ অবধি বিশ্বের মধ্যে সবচেয়ে বড় ওয়েব ক্রিউল এটি এবং প্রতিনিয়তই প্রতি মুহূর্তে ইন্টারনেট ব্যবহারকারীদের ডাটার উন্নয়ন করে চলছে।
অন্যান্য সার্ভিসের মতো অষবীধ.পড়স এ একটি সার্চ ইঞ্জিন, একটি ডিরেক্টরি এবং একটি টুলবার রয়েছে। এর আরো একটি সার্ভিস রয়েছে যেটি এলেক্সা ট্রাফিক র্যাঙ্কিং নামে পরিচিত (অষবীধ.পড়স এর নেভিগেশ মেন্যু থেকে ঝরঃব ওহভড়), যেটাকে কেন্দ্র করে আমরা এলেক্সাতে প্রবেশ করি যে কোনো সাইটের ইনফো নিতে। এখানে আপনি যে কোনো সাইটের ঠিকানা ইনপুট করতে পারেন এবং এন্টার প্রেসের মাধমে এলেক্সা আপনাকে সেই ডোমেনইনের বর্তমান র্যাঙ্কিংসহ সকল তথ্য আপনার সামনে প্রদর্শন করবে। এলেক্সা’র নীল রঙের স্নাপশটটি দ্বারা এলেক্সা-তে একটি সাইটের সম্পূর্ণ তথ্য প্রকাশ করে। যেখানে, প্রতিটি অনলাইন ওয়েবসাইটের হিস্টোরি গ্রাফ হিসেবে জমা রাখে যেগুলো এলেক্সার সংস্পর্শে এসেছে। এলেক্সার অন্তর্ভুক্ত প্রতিটি সাইটের একটি করে ইউনিক র্যাঙ্ক আছে এবং সবচেয়ে কম র্যাঙ্ক-টাই বেস্ট সাইট। সবচেয়ে মজার ব্যাপার হলো সেই সাইটটি এলেক্সা পঞ্জিকাতে পরবর্তী তিন মাস অবস্থান করবে।
এলেক্সা সেবাদান পদ্ধতি
এলেক্সা ট্রাফিক র্যাঙ্ক: এলেক্সা ট্রাফিক র্যাঙ্কটি নির্ধারিত হয় এলেক্সা কোয়াটার্লি(৩ মাস) পঞ্জিকার সময় অনুযায়ী। যেখানে, মিলিয়ন পরিমাণ ব্যবহারকারী এলেক্সা টুলবার ব্যবহার করে বিভিন্ন সাইটে ভিজিট করে। প্রথমত, এলেক্সা দৈনিক প্রতিটি সাইটের পেজভিউ হিসাব করে। এলেক্সা র্যাঙ্ক প্রধানত নির্ভর করে আপনার সাইটে কোথা থেকে বা কোন উৎস থেকে ভিজিটর আসছে এবং তারা কী পরিমাণ সময় আপনার সাইটে কাটাচ্ছে ও সঙ্গে সঙ্গে এক পেজ থেকে আরেক পেজে যাচ্ছে কিনা বা পেজ ভিউ হচ্ছে কিনা। বলে রাখা ভালো পেজ ভিউ বাড়ানোর জন্য ইন্টারনাল লিঙ্কিং গুরুপ্তপূর্ণ ভূমিকা রাখে। এলেক্সা কোয়াটার্লি (৩ মাস) পঞ্জিকার সময় পার হবার সঙ্গে সঙ্গে আপনার সাইটের র্যাংকও পরিবর্তন হতে পারে (বাড়তেও পারে আবার কমতেও পারে)। উদাহরণ স্বরূপ: ধরুন, জানুয়ারি ১ তারিখে আপনার সাইটের র্যাংক যা প্রদর্শন করছে সেটি বছরের প্রথম কোয়ার্টারে ছিল একরকম এবং দ্বিতীয় কোয়ার্টারে অন্য আর এক রকম।
যদি আপনারা ইচ্ছুক হয়ে থাকেন তবে এলেক্সার সব সেবাগুলো সম্পর্কে জানতে এখানে ভিজিট করতে পারেন।
এলেক্সা টুলবার:
ওপরের বর্ণনা অনুসারে বলা যায়, এলেক্সা তার টুলবার ব্যবহারকারীদের ডাটাগুলোকে ব্যবহার করেই এক একটি সাইটের জন্য স্টাটিকস রেকর্ড করে। যদি আপনি অষবীধ ঃৎধভভরপ ৎধহশরহমং যবষঢ় ঢ়ধমব টি পড়ে থাকেন তবে বুঝতে পারবেন যে, এলেক্সা সবসময় তার জনপ্রিয় সাইটগুলোর ডাটা অতি দ্রুত এবং নির্ভুলভাবে পড়ে, অন্যদিকে কম র্যাংকের সাইটগুলো (১ লাখের ওপরের) ডাটা হয়তো ঠিকভাবে পড়ে কিনা সন্দিহান।
এলেক্সা র্যাংক বনাম গুগল পেজ র্যাংক:
আমরা জানি যে, একটি সাইটের পেজ র্যাংক বাড়ানো যায় যদি সেই সাইটের সঙ্গে হাই র্যাংকের অন্য কিছু সাইটের লিঙ্কিং থাকে। উদাহরণ স্বরূপ: মনে করুন, আপনি একটি পেজ র্যাংক ৭ অথবা ৮-এর মালিক। এখন আপনার অন্য একটি সাইটের (যেটার তেমন র্যাংক নেই) সঙ্গে র্যাঙ্কিং সাইটকে লিঙ্ক করে দিন। কিছুদিন পর দেখেন কিছুটা হলেও উন্নতি বা ভালো র্যাংক চলে এসেছে সেই সাইটের। ব্যক্তিগতভাবে আমদের বেশিরভাগই যারা একটু হলেও ব্লগ এর সঙ্গে জড়িত আছি বা নিজের একটি ব্লগ আছে, তারা নিজের সাইটের ট্রাফিক উন্নতির ব্যাপারে মাথা ঘামাই না।
কিন্তু, যখনই অন্যের সাইট নিয়ে কথা হয় বা একটি সাইট বিক্রি হবে বলে শুনতে পারি তার র্যাংক কতো, কতো ভিজিটর দৈনিক ইত্যাদি নিয়ে আলোচনায় মেতে উঠি। আসলে মূল ব্যাপার হলো, দেশীয় একটা রেওয়াজ অনুযায়ী আমরা সবাই এলেক্সা র্যাংককেই বেশি গুরুত্ব দেই। অন্যদিকে এলেক্সাতে, একটা জিনিস আমি যতোটুকু জানি, প্রকৃত পক্ষে এলেক্সা র্যাঙ্কিং হয় সরাসরি ট্রাফিক ভিজিটের সংখ্যার ওপরে। পেজ র্যাংকের মতো ইন্টারনাল লিঙ্কিং দিয়ে নয়। যে সাইটে যতো বেশি ভিজিটর তার র্যাংক এলেক্সাতে ততো ওপরে। এলেক্সা সাইট থেকে আপনি জানতে পারবেন যে কোন কি-ওয়ার্ড এর সার্চ করে আপনার সাইটে বেশি ভিজিটর আসছে।
কোন দেশ, কতো থেকে কতো বয়সের ভিজিটর আপনার সাইটে আসছি ইত্যাদি।
কিন্তু গুগল পেজ র্যাংকে এসবের কিছুই জানতে পারবেন না। আপনি কোন হাই পেজ র্যাংক সাইট থেকে ইন্টারনাল লিঙ্কের মাধ্যমে ভিজিট করে অন্য সাইটে এসে দেখেন যে সেই সাইটের এলেক্সা র্যাংক ভালো না, তবে বুঝতে হবে সবই ইন্টারনাল লিঙ্কের মাধ্যমে ট্রাফিক বাড়ানো হচ্ছে। আর যদি এলেক্সা এবং গুগুল পেজ র্যাংক দুটিই ভালো থাকে তবে বুঝতে হবে সাইট অনেক জনপ্রিয় এবং তথ্যসমৃদ্ধ।