সেদিন আমার যেন কোথায় যাওয়ার কথা ছিল
স্টেশনে এসে দেখি ট্রেন ফেল করেছি
ডানে ঘুরে দেখি,হারিয়ে ফেলেছি তোমাকে
বায়ে দেখি অমনি আমার চেনা পৃথিবীটা হয়েছে অচেনা!
কষ্টের বীন বাজিয়ে বাজিকর
সুর তুলেছিল"পথিক তুমি হারিয়েছ পথ"
আমি বুঝতে পারিনি তাই করেছিলাম দ্বিমত।
কত রাত দিন পথের সন্ধানে ঘুরে,ঘুরে হয়রান
অতঃপর তৃষ্ণা মেটাতে এলাম সেই বিষ্ণু বাগদীর পানশালায়
ক্যাপিটালিসম বেশ চলছে,স্যোশালিসম কয় কোন শালায়।
মাথাটা টালমাটাল,মারলাম এক থাপ্পর
ভাগ বেটা বুর্জোয়া জানোয়ার।
তার পর থেকে সেই গোলক ধাঁধা থেকে,বের হতে আর পারলাম কই!
আজও মনে পড়ে না,সেদিন কোথায় যেতে চেয়েছিলাম!
আর তুমি বা কেমন?চলে গেল মুক্ত বাজারে।
এখন শুনি ইনকিলাবের পতাকা হয়েছে তোমার শাড়ি
আর জানোয়ারটা লুটিপুটি খায় সেই আঁচলে।
অথচ তুমিইতো বলেছিলে শাড়ি গহনা এসব লাগবে না
রুটি নয় পূর্নিমার চাঁদ চাই।আমার উনুনে কত দিন জ্বলেনি আগুন
অমাবশ্যার রাতে কুপি নিভে গিয়েছিল তেলের অভাবে।
বাজারে এখন রুটি মদ আর কবিতা খুঁজি
যা তোমার পোলব ঠোটের চেয়ে আমাকে দেয়নি বেশি প্রশান্তি!
আমি এখনও সেখানে পড়ে থাকি
আর একটা,একটা করে দিন গুনি
ইদাংনি কথাটা বাতাসে শুনি।
বূর্জোয়া সম্রাজ্যবাদী প্রেম আছে অভিসারে
সাম্যবাদী প্রেম এখন চলে গেছে নির্বাসনে!
সর্বশেষ এডিট : ০২ রা মে, ২০১৬ বিকাল ৩:৫৭