একটি সম্পূর্ণ রঙ্গীন পূর্ণদৈর্ঘ্য চলচিত্রের কাহিনী হতে পারত
যেখানে পরাজিত নায়ক আইটেম গার্লের সাথে,
মদের বোতলে মেশানে কিছু বিরহের নীল মাদকতায়
বিচ্ছেদ যন্ত্রণায় কাতর,
নায়কের প্রস্থানে গল্পের পটভূমিকা সেখানেই শেষ হতে পারত।
কিন্তু সে সব কিছু না হয়ে কুমারী সঙ্গমের পবিত্র রক্তে
লাল হয়ে,খুন হয়ে গিয়েছিল গল্পটি।
তার পর আধাপোড়া সিগ্রেট,আর খালি পকেট নিয়ে
রোজ পাড়ার মোড়ে অথবা ষ্টেশনে আসা
আন্তঃনগর ট্রেনের দিকে তাকিয়ে থেকে,থেকে মধ্যবিত্তের দেয়াল জুড়ে থাকা
একটা ব্লাকবোর্ডে লেখা স্বপ্নের রচনাগুলো মুছে দিয়ে,
নির্বাসনের পথে হাটা ধরেছিল।
আর গল্পের নায়িকা একটা সংসার পেতে বসেছিল,
যেখানে আটপৌরের টানাপড়েনে,ভুলেই গিয়েছিল কবে কোন কালে
একটা চলচিত্রের নায়িকা ছিল। যেখানে সে অনেক ভূমিকা নিতে পারত।
হয়ত নৈর্ঋতের কোনে সেদিন কিছু মেঘ জমে ছিল
তারপর
একটা ঝড় উঠে লন্ডভন্ড হয়েছিল সব।
এরপরও হয়ত আংশিক চলচিত্রের মত,
এক নাম না জানা স্টেশনে
কুয়াশা ভেজা ভোরে জানলার পাশে বসেছিল নায়িকা,
নায়ক তখন হঠাৎ করে ছুটে গিয়ে নায়িকার হাত ধরে
বলতে চেয়েছিল"আমাকে তুমি ভুল না,আমি তোমাকে ভুলিনি"।
তৎক্ষনে গ্রীন সিগন্যালে ট্রেনের চাকায় পিষ্ট হয়ে
একটি চলচিত্রের যবনিকা পতন ঘটেছিল।
সর্বশেষ এডিট : ১৬ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৫০