প্রদোষ কালে সঙ্গমরত যুবতী জোৎস্না
আঁধ ফালি চাঁদ ঝুলে থাকে কেউ জানে না।
রৌদ্রজ্জল দুপুর কিংবা
পৌঢ় অতীত পড়ে থাকে পোড়া বাড়ীর উঠানে
প্রগলভার অভিসার জমে অবাক বৃন্দাবনে!
ক্যাথলিক চার্চের ঘন্টা বাজে রবিবার সকালে
আমিও এসেছিলাম রাতে অথবা নিদারুন অকালে।
একটি স্বপ্ন খুন হয়ে যায় মধ্য দুপুর বেলা
সোনালী বিকেল চুরি করে রঙ্গের হোলি খেলা।
কৌটায় একটা ভোমর ছিল কেউ দেখেনি
যুবতী জোৎস্না গর্ভবতী হয়েছে মধ্য রজনী।
কদম তলায় এর পরেও কি বাঁশি বেজেছিল
রায় বাবুদের বৈঠক খানায় কে বলেছিল?
শুড়িখানায় মাতাল হয়ে ফিরছিলাম আমি কৃষ্ণ পক্ষের রাতে
পোড়া বাড়ীর উঠানে জোৎস্নার লাশ,চাঁদ ছিল না সাথে।
রাহুর গ্রাসে চাঁদ হারিয়েছে নিটোল জোৎস্না
বিরহী চাঁদ আছে তোমার কত যন্ত্রণা।
যমুনার জল ঘোলা যদি কোথায় যায় রাই
ও জোৎস্না ঘুমিয়ে থাক,চাঁদ আর নাই।
কৌটার ভোমর উড়িয়ে গেছে অন্য আরেক ফুলে
গল্পটা এখন সবাই বলে চোখের জল ফেলে!
সর্বশেষ এডিট : ২৮ শে মার্চ, ২০১৬ দুপুর ২:৪৭