রোজ রোজ হাহাকার জমে গড়ে উঠে কষ্টের ইমারত।বিরহের দাগ না শুকাতে তাতে আঁচর কাটে
একটা সুক্ষ যন্ত্রনার সুঁচ।ইমারত বেঁচে একটা মাটির বাড়ী কিনতে চাই!
কোথায় আছে এমন দরদিয়া?
যে কিনবে জীবনের দামে কষ্টের ইমারত।বিজ্ঞাপনে ভাসে মলিনমুখ নিজেকে বেঁচে দিতে চাই! বির্বন আকাশে উঠেনি
কামনার রংধনু।বির্মষ মন নিয়ে চলি তোমাদের জৌলুস মাখা আমার বিষন্ন নগরে।
নির্বাসিত আঘাত ফিরে ফিরে আসে।
চিঠির বাকসে স্মৃতিরা বিদ্রুপের হাসি হাসে।
রানীশংকৈলের রাজবাড়ী থেকে ভাওয়ালগড় অসহ্য বেদনায় ডুকরে উঠে। হৃদয়ের তন্ত্রীতে বেজে উঠে সুর
বসরার গুলাব নয়,
শরাব
শরাব
শরাব চাই সাকী।
এলোমেলো ভাবনার জট পাকিয়ে খরায় প্রান যায় যায়।চিরকুট নয় ডাকের চিঠি দিয়ে যায় নীলকান্ত হরকরা।গাঁজার ধোঁয়ায়
ভাসে বিষাদের কথা মালা।নিলামে উঠে বারো বছরের ভালোবাসা।
নাস্তিকের কবিতায় আসে স্রষ্টার নাম
দিন রাত জপমালা,প্রার্থনা চলে অবিরাম।
স্লিপিং পিলের পাতায় সিদ্ধান্ত আসে
আয়ু কার হাতে যমদূত আজরাঈল মৃদু মৃদু হাসে।
সুইসাইড নোট নয় আরও কবিতা আসে।অদৃশ্য আগুনে পুড়ে ব্যাস্ত নাগরিক জীবন।আপেল,বেদনা,আখরেট
নয় চলে নিষিদ্ধ গন্ধমের স্বাধ।অপেক্ষার প্রহর কাটে ভাসে না ভেলা বেহুলার অভিমানে।পাগলা গারদে ঘুন্টি বাজে।
ফুটপাতে চলে পবন দাস বাউলের"আমার গোপন প্রেমের কথা................"।রাত্রীর মধ্যভাগে নামে লিপিষ্টিক মাখা
কামনার ঠোট।
নির্জনতা ভেদ করে চিৎকার করে উঠে নেড়ি কুত্তার দল।নগর কোটালের সাইরেন ভেদ করে আসে
ডাস্টবিনে মানব শিশুর ক্রন্দন।সকালে সূর্যের সাথে ডেবিটের ঘরে যোগ হয় আরও একটি দিনের হাহাকার।
সর্বশেষ এডিট : ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৪৭