আমি সেই জাতিস্মর
হাজার বছর আগে
আমার পূর্বপুরুষ ছিল অনার্য বর্বর।
আমি যুগে যুগে জন্ম নেই
চাড়াল,চন্ডাল,ধীবর,সাঁওতালের ঘরে
যেন রেখ যেভাবেই দেখ আমি সেই।
আজন্ম উপাধি আমার থাকে দাস হয়ে
আমার উপর যত অত্যাচার কর
আমি নিরবে যাই সব সয়ে।
আমার পিতৃভূমে আমি এখন পরবাসী
আর্য যবন মোঘল রাজপুত
ওরাই এখন এ ভূমের স্বদেশী।
যারা আমার কাছে শিখেছিল করতে ভূমিকর্ষণ
ধর্মের ঢোল পিটিয়ে
তারাই করেছে আমার বিনোদীনিকে ধর্ষন।
আমার পূর্বপুরুষ ছিল চন্ডাল রাহু
কোন শাস্ত্রে লেখা নেই তার কথা
তবুও বেড়ে যায় আমাদের আয়ু।
শিব,কালী,দূর্গা,কাল যবনে আমি করিনি কসুর
পরাজিত হয়ে উপাখ্যান বেঁধেছে
সেখানে খলনায়ক আমি,অসুর।
চর্যাপদে লেখা ছিল আমারই কথা
সেটাও কেড়ে নিয়ে
আমায় দিয়েছে শিকড়ছাড়া বৃক্ষের ব্যাথা।
চানক্যের কুটচালে আমি আজ ঘর ছাড়া
তারাই এখন বাবু সেজে
দাঁপিয়ে বেড়ায় আমার নমোঃশুদ্রের পাড়া।
আমিও প্রেমিক ছিলাম রসিক মহাজন
আমার চেয়ে অধিক জানিত না
কোক শাস্ত্রের নায়ক ব্যাৎসায়ন।
সেলাম আর্য,যবন,রাজপুত আমি নমোঃশুদ্র
আমার পিতৃভূমে পরবাসী হয়ে
আজ আমি অনার্য সংখ্যালঘু অচ্ছুৎ ক্ষুদ্র।
সর্বশেষ এডিট : ১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৩২