আমি ভুলেই গিয়েছিলাম
যে তুমি আর আমার নও ।
মনসা মঙ্গলের পাতা থেকে উঠে আসা
কাঁটাতারের বেড়ায় ঘেরা আমার বাংলায়
তুমি বেহুলা হতে পারোনি।
হাজার বছরের পথচলায় ক্লান্ত আমি
এসে দাড়াই আমার মাটির বাড়ীতে
খিড়কির দুয়ারে তোমার নাম ধরে কত ডাকাডাকি
দুয়ার ভেঙ্গে দেখি তুমি বিহীন শুন্য আমার বাড়ী।
কত শতাব্দী কাল প্রনয়ের সুবাস না পেয়ে
আমি এতটাই পথ পাড়ি দিয়েছি
যে পথ ফুরিয়ে গেছে
পথের শেষে লেখা ছিল"এখানে কবর ঘুমিয়ে পড়ুন"।
বুকভরা অভিমান নিয়ে হেটেছি
হাজার বিরহী দিবস রজনীর পথ।
আরও কতটা দূরে গেলে
তুমি বুঝবে"আমি আর নেই"।
কৈলাশের কান্না দেখে নয়
তোমার পাষাণীর বুক দেখে বুঝেছিলাম
"এখান থেকেই গঙ্গার উৎপত্তি"।
আমি ভুলে গিয়েছিলাম
আমার খিড়কির দুয়ারে দাড়িয়ে
"সেই তুমি"
যে শুধু আমার বাড়ী ফেরার অপেক্ষায় ছিলে।
"সেই তুমি"
আজ লালটিপ বেনারশী পরে
অন্যের অপেক্ষায় প্রহর গোনো।
একদিন ভুুল করে শুন্য দুপুুরে
তুমি বিহীন আমার পোড়া ভিটেয়
এসে দেখব
কে যেন আমার পথ চেয়ে বসে আছে
সেকি আমি নাকি অন্য কেউ!
সর্বশেষ এডিট : ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:০৩