সামুতে এসে অনেক কবি সাহিত্যিক, গল্পকার, রম্যকার, সাংবাদিক, ব্যবসায়ী, শিল্পীর সাথে পরিচয় হয়েছে। কোন লেখক হয়ত তার মনোভাব শেয়ার করার জন্যই এখানে এসেছেন, আবার কোন গল্পকার গল্পকার হয়েছেন এখানে লিখেই। ঠিক তেমনি কবিরাও। সামুর পাতায় পাতায় লিখতে লিখতেও অনেকেই পরিপক্ষ লেখক হিসেবে নিজেকে আত্মপ্রকাশ করে, করেছে নিজেকে কবি হিসেবে , করেছে গল্পকার হিসেবে। বের হয়েছে অনেকের গল্পের বই, কবিতার বইও। ঠিক হাসান যোবায়ের ভাইয়ের ফটোশপের ডিভিডিও আমরা পেয়েছি। এযে এসব আমরা পেয়েছি, বা অর্জন তা কিন্তু অনেক খানিই সামুর হাত ধরেই।
ঠিক তেমনি ভাবে আমাদের একজন সহব্লগার কিনাদি (কি নাম দিব) শুরু করেছেন উনার নিজস্ব উদ্যোগে কিুন'স হাউস নামে উনার একটা বুটিক হাউস। এটাও হয়তো উনি কোথা থেকে শিখে আসেন নি, উৎসাহটাও হয়ত পান নি অন্য কোথাও। যা কিছু শিখেছেন, সামুর বদৌলতে হয়তো, উৎসাহটাও এখান থেকেই পেয়েছেন নানা ভাবে নানা জনের কাছ থেকে।
সেই হাউসটা নামে উনি একটা পেইজও খুলেছেন ফেবুতে প্রচার প্রসারের পথ সুগম হওয়ার লক্ষে।
আমরা প্রতিদিন কতো শত পেইজে লাইক দেই, কতো শত পেইজের হাবি জাবি সব পটো, লেখা শেয়ার করি তার কোন হিসেবই নেই। কিন্তু দুঃখের বিষয় আমাদেরই একজন সহ ব্লগার একটা মহত কাজে হাত দিয়েছেন সেটার একটা পেইজে মাত্র লাইক ১৪৩, অন্তত সহব্লগার হিসেবেই তো আমরা উনার পাশে দাঁড়াতে পারি একটা লাইক দিয়ে, একটা শেয়ার দিয়ে হলেও। আপনার একটা মাত্র লাইক, একটা মাত্র শেয়ারও হয়ত উনার ব্যবসাটে ছড়িয়ে দিতে, ব্যাবসাটা সফলতা পেতে অনেক খানি ভুমিকা রাখবে।
আমরা চাইলে সেখান থেকে আমাদের পছন্দের বিভিন্ন পোষাকাদী কিনতেও পারি।
আসুন দেখে নেই কিনু'স হাউসে কি আছে
মেয়েদের টু-পিস, থ্রি-পিস,ছেলেদের পাঞ্জাবী, বাচ্চাদের কাপড়, বেড কভার, ফতুয়া, মশারীর কাভার আর সোফার কুশনও । কাজের ধরণঃ সুতার কাজ, পেইন্ট, চুমকি পাথরের কাজ, এপ্লিক। চাহিদা অনুযায়ী কাপড়, কাপড়ের রঙ ও ডিজাইনে পরিবর্তন আনা যাবে। অর্ডার দেয়ার পর কমপক্ষে ১৫ দিন সময় দিতে হবে। টাকা এডভান্স দিতে হবে।
মেয়েরাই এগিয়ে সব সময় । তাই মেয়েদের কাপড় দিয়েই শুরু করা যাক। মেয়েদের ত্রিপিস এর মধ্যে বিভিন্ন প্রকারের রয়েছে।
দ্যা কালার
কাজঃ পেইন্ট, চুমকি, সুই সুতার কাজ।
বর্ণনাঃ সেলাই বিহীন থ্রিপিস
কোডঃ ৫০০১
মূল্যঃ ১২০০ টাকা
(কাপড়ের রঙ, কোয়ালিটি, ডিজাইনের ধরণ অর্ডার অনুযায়ী পরিবর্তন হতে পারে)
কাজঃ হ্যান্ড পেইন্ট
সেলাই বিহীন থ্রিপিস
কোডঃ ৫০০৩
মূল্যঃ ১০০০ টাকা
(কাপড়ের রঙ, কোয়ালিটি, ডিজাইনের ধরণ অর্ডার অনুযায়ী পরিবর্তন হতে পারে)
লেডিস ফতুয়া
হ্যান্ড পেইন্ট
কোডঃ৫০১০
মূল্যঃ৬০০ টাকা
(কাপড়ের রঙ, কোয়ালিটি, ডিজাইনের ধরণ অর্ডার অনুযায়ী পরিবর্তন হতে পারে)
ছেলেদের পান্জাবী
সুতার কাজ
কোড: ৫০১৬
মূল্য: ১৭০০ টাকা
ছোটদের কাপড়
বাচ্চাদের কাপড়। মূল্যঃ ২৫০ টাকা। কোডঃ ৫০০৫
এই কাজে বড়দের থ্রিপীস। মূল্যঃ১১০০ টাকা। কোডঃ৫০০৬
কাজঃ ১০ রঙের সেড সুতা দিয়ে কাজ।
কাপড়ের রংঃ সাদা বা অফহোয়াইট।
(কাপড়ের রঙ, কোয়ালিটি, ডিজাইনের ধরণ অর্ডার অনুযায়ী পরিবর্তন হতে পারে)
বেড কাভার (বালিশ কাভার সহ)
কোডঃ৫০১৩
মূল্যঃ২৫০০ টাকা
পেইন্ট+এপ্লিকের কাজ
মশারীর কাভার/ সোফার কুশন কাভার
কোডঃ৫০১৫
মূল্যঃ২৫০ টাকা (১ পিস)
১২০০ টাকা (৫ পিস)
এত অল্প দামে মনে হয়না আমরা মার্কেটে এমন সব সুন্দর কাপড় পাব। আমরা নিজেদের পছন্দের একটা কাপড়ও কি আমাদের এই সহ ব্লগারটির কাছ থেকে কিনে উনার কাজটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সহযোগীতা করতে পারিনা? উনার নিজের পায়ে দাড়ানোর এই শক্তিকে আরো বেগবান করতে পারিনা? অবশ্যই পারি। তার জন্য আমাদের দরকার একটি সদিচ্ছা। আসুন আমরা আমাদের সহ ব্লগারটির পাশে দাড়াই, এবং উনাকে উনার নিজ পায়ে দাড়ানোয় সহযোগীতার হাত বাড়াই।
কিনাদিকে আমি ব্যক্তিগত ভাবে মোটেই জানিনা, চিনিনা, ব্লগেই যে টুক জানা শোনা। হঠাৎ সেদিন উনার পেইজটা দেখে উপলদ্ধি করলাম যে, উনিতো আমাদেরই একজন। আমাদেরই সহব্লগার। সেই উপলদ্ধি থেকেই এ পোষ্টটা দেয়ার ইচ্ছা জাগল। এবং দোয়া ও আশা করি এই কিনু'স হাউস একদিন অনেক বড় আকার ধারন করবে আমাদের দেশের বুকে।
সামনে আসছে আবারও ঈদ। সামনের ঈদে কি হতে পারেনা আমাদের নতুন জামাটি কিনু'স হাউসের?? অবশ্যই পারে।
জয় হোক সামুর, জয় হোক সামুর ব্লগারদের, জয় হোক ব্লগারদের কর্ম।
সর্বশেষ এডিট : ১৬ ই জুন, ২০১৩ দুপুর ১২:১৭