একদিন চলে যাবো সুখপুর
একদিন চলে যাবো একেবারে,
ফিরবোনা আর কোনদিন এখানকার স্মৃতি নিয়ে
এখানকার মানবীয় চরিত্রে।
গাছ, মাটি, অথবা ঝর্ণা হলে ভেবে দেখব।
ফিরবো না আর অবলাত্ব নিয়ে যেখানে
ভবিষ্যত কোন পাজল গেম,
যেখানে অতীত ভরা শ্রাদ্ধ প্রেম,
যেখানে রিপুরা গ্রাস করে, ইচ্ছেরা ডানা মেলে,
কিছু রঙ আশা দেয়, বারে বারে উঁকি দেয়
ভাবায়- ভালোবাসে।
ভুল! অন্তর্নিহিত অর্থই ভুল!
দয়াকরে চিপে ছেঁকে ফেলে দাও আমার হৃদয়ের সংবেদনশীলতা,
কোথাও কোন কিছু করে পানসে করে দাও মস্তিষ্কের বিচারিক ক্ষমতা
তা না হলে সত্যিই ফিরবো না আর,
ফিরিও না-তোমাদের পৃথিবীতে।