নিশ্চিত এ মনের ষড়যন্ত্র, নচেৎ
শুভ্র আকাশের নীলে কেন এত মাদকতা
কেন দিনমান সমস্ত খুঁটিনাটিতে মন
বাড়াবাড়ি আনন্দ খুঁজে পাবে?
অথচ এখনো সিদ্ধান্তই নেয়া হয়নি......!
বাতাসে পাতার রিনিঝিনি খেলা
কিচির মিচির বাতাবী কলরব এত
মনো্যোগ কেন কেড়ে নেয় সারাদিন,
ঘর্মাক্ত, সূর্য্যের তাপে পুড়তেও কেন ক্লান্তি আসেনা?
খোলা বারান্দায় বিনীন্দ্র রাতে-
চাঁদটাকে অর্ধেক আবিষ্কার করে
তার নাম “ একফালি চাঁদ” খুঁজে পেয়ে এত তৃপ্তির কি আছে?
কেন পাতার পর পাতা
অথবা একটিমাত্র কবিতার পিছে রাতের পর রাত নষ্ট করেও
কেন শ্রান্তি এলোনা-এলো নেশা?
এ তো বড় আজব অভিযোজনশীলতা!
এই ভালো, এই ভালো বলে-
মনের এহেন তুষ্টির হেতুটা কি?
কষ্টেরা সব কান্না ফেলে, হঠাৎ-ই নিল ছুটি?
একি!
ভারী গোপন কোন প্রস্তুতি!?
এই-
তুচ্ছাতি-তুচ্ছতায় মনের পুলক
সিঁড়ির পাশের ঘাসফুলটাতে এত মনযোগ,
দিনের পর দিন ভালো থেকে যাওয়া
বাকি দিনগুলো যেন উপরি পাওয়া?
এসব দেখে ডিটেক্টিভ আমি ঠিক-ই ধরে ফেলেছি-
ষড়যন্ত্রই বটে!
সিদ্ধান্তই এখনও নেইনি-অথচ
কাউকে ছাড়াই একলা থাকার একি নিরিবিলি আয়োজন !?
কারো জন্যে আর পরোয়া ছেড়ে,
একলা থাকার, একি নীল নকশায় ব্যস্ত আমার মন?