তোমরা ভ্যাক্সিন তৈরী কর,
পুশ করো যেখানে যেখানে দরকার।
লেগে থাক, হাল ছেড়না।
এসব করে কি হবে ভেবে, হাত’পা গুটিয়ে বসে থেক না,
পরে না আবার, বসার পিঁড়ির খাজনা গুনতে হয়!!
জানি কারো সৌখিনতার লড়াই-
কারো কেন হবে অস্তিত্বের লড়াই?
লড়াই বেঁধেছে যখন-লেগে থাক, হাল ছেড় না।
শুধু মনে রেখ,
লড়াই জিইয়ে ব্যাবসা না হয়ে যায়!!
ফলাফল যেন হয় ‘শান্তি’।
যদি কোন দিন জীবাণু নাশে ব্যর্থ হয়ে
সমগ্র কাঠামো পোড়াতে লাগে আগুন,
দেয়ালে পিঠ ঠেকে গেলে যদি চাই একটা মরণ কামড়,
যদি মনে করো প্রথম বুলেট টা পিঞ্জরাবদ্ধ করতে হবে বলে
একটা উন্মুক্ত বক্ষ চাই,
যদি মনে করো একটা তাজা শরীর চাই-
রক্তে রঞ্জিত লাশ নিয়ে কার্ফ্যু ভাংগার মিছিল হবে বলে,
শুধু একবার চকিতে চেয়ে দেখো পাশে,
অচেনারে দেখো তুমি চিনে নিবে শেষে,
আগুন-শরীর-রক্ত-বক্ষে,
আমার-ই, ছায়া ভাসে।
সর্বশেষ এডিট : ২৩ শে মার্চ, ২০০৮ রাত ১:০২