উজান গাঙ্গেঁ পাল তোলা নাও
বৈঠা শুধুই ধরা
বাতাস টানে ভারী বোঝা
বুকের মাঝে ভরা
অজুত,লক্ষ নিযুত মানুষ
মুগ্ধো চোখে দেখে
উঠে দারান বীর বাঙ্গালী
একটি আঙ্গুল তুলে
প্রশ্ন কেন, কোন সে মানুষ
কার ঘোষনায় আজ
২১কে নেই বুকের মাঝে
একাত্তর হয় তাজ ।
আমি দ্বিধা দন্দের উর্ধে উঠে সহজ প্রশ্নের
অতি সহজ উত্তর দিতে ভয় পাইনা
তার এক কথায় জীবনকে টেনে নিয়ে ফেলে দিতে পারি
অগ্নি বলয়ের মাঝে, এক কথায় হিংস্র হায়নার উপরে ঝাঁপিয়ে
পরেছি যার যা সম্বল তাই নিয়ে
তবে আজ কেন সেই বিতর্ক ?
ক্ষমতা আর অক্ষমতা পাশাপাশি থাকে বলেই কি
স্ফটিকময় ভেদাভেদ তৈরী করতে হয় !
কিন্তু যার কারনে প্রতিবাদী হই সেই মহাজন নিজে কি নিজেকে
কখন কলুষিত করেছিলেন বিষয় বিতর্কে
আমি মানুষ মূর্খ মানুষ
অনেক কিছুই ভাবি
মুখ্য যে জন স্বপ্ন দেখায়
তার ছবিই আকিঁ
স্বপ্ন বিক্রির ফেরীওয়ালা
আঙ্গুল তুলে বলে
ঘোষনা দেও দেশ স্বাধীনের
তুমিও দেশের দলে ।
সর্বশেষ এডিট : ১৩ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৫:৫০