বিশল্যকরণী তে প্রয়োগিগ বিষে
বিশল্য আসেনি, আসেনি মৃত্যু
তোমাদের কারো ।
তবে কি ভুল ছিলো আনুপাতিক বিষে
বা জানায় ভুল ছিলো কোন
নতুন কি কোন খেলা হলো শুরু
যে বিযোগে নিজেদের যোগ হবার
ধারনাটা ছিলো অনেকের
সেই যোগে কাদের হতে হবে
ভানুমতির খেলার বানর
হিসাবটা বড় গোলমেলে মনে হয়
হয়তো বয়সের ভারে বা
বাবা, স্বামির মত আপন জন হারিয়ে
দুজনই সেই দন্ড হাতে ধরে আছি
যাতে করে আমাদের ঝান্ডা সোজা ধরে রাখে
যারা সকল ক্ষমতার উৎস তারা।
লোক গুলো বরই সহজ সরল
গিলতে শেখেনি অংকের
দুই দু গুনে পাচের হিসাব
তাই তেলে জলে এক সাথে মিশে
আক্রশ করে চেপে ধরা গলা
সহজে ছাড়বে না
আর শুধু এটা বুঝে নিও আমাদের বাইরে
কেউ কোনদিন দেশ চালাবে না
বিশল্যকরণী কি বিষ ছিলো
কোন দিন সঠিক নিয়মে খোজা হবে না