কোন এক ধূসর জগৎ কেউ কি দেখেছিলো একা
সেই খানে ছিলো না কি কেউ
না অনেক স্বপ্ন ধরেছিলো বুকে অধিক ভালোবাসায়
চোখে তার রাত জাগা ভোর
এনে দিতে পারেনি কোন নির্মল আকাশ
আশঙ্কা কাটেনি তখোন
ঝড়বাতাস মেঘের দল কালো ভ্রমর
আকাশে অবিচল বিচরন
যে নিস্পাপ চপলতা ছুয়ে ছিলো তারে
সে কি ভুল নাম
নিস্পাপ ভ্রুন কেন বিষ ঢালে
এ সমাজ সংস্কার কি বা দিতে পারে
এক অন্ধকার চেপে রাখা
কুমারী জীননীকে
সাত টাকায় কেনা কোন গাছের শিকর
বা এগার টাকার হুজুরের পানিপড়া
মোছেনি তো দাগ কোন
ধীর লয়ে সুর তোলে ডাল পালা
মেলে ধরে । বৃক্ষ ফুল সম্ভবা হয়
গভীর বনের মাঝে রাখিতে সে
ফুল সেই বৃক্ষ কোথায় লুকায়
নাই পথ নাই পথ
নানা মুনি নানা মত
তার পর একদিন ফোটা ফুল
ভুমিতে লুটায়
কোন কাক বা শিয়ালের খাদ্য তালিকায়
নতুন সংযোজিত
দেবতার সন্তান
বিঃ দ্রঃ অন্য ব্লগে প্রকাশিত ।