আমি ইশ্বর দেখেছি
তিনি টকটকে সবুজ পাঞ্জাবী পরে আমাদের গলির মোরে
তিন তলা বাস থেকে নামলেন সথে কিছু সাহেবী সহ ।
গলির মোরে যেখানে সবাই পঁচা বাসী খাবার ফেলে দেয়
এবং সিটি দেবতা ১০দিন পর সদয় হলে লোক দিয়ে পরিস্কার করে ঠিক
সেইখানে খাবার খোঁজা ছেলের দল তাকে ঘিরে ধরলো ,
বল্লো আপনি আমাদের নির্বাচিত ইশ্বর কারন মানবের জন্যই ইশ্বর ,প্রানের জন্য ইশ্বর, জানার জন্য বা বলার জন্য ইশ্বর ,বেচে থাকার জন্য বা মরে গেলে ইশ্বর
এবার বলুন আমাদের পিতার পরিচয়,
বলুন কেন আমরা এইখানটায় খাবার খেয়ে বাচতে হয়?
এর মাঝে সেখানকার সব গন্যমান্য ব্যক্তিবর্গ
হাতে ফুলের তোড়া নিয়ে হাজির,
কিছু সন্ডা র্মাকা ছেলেপুলে দুহাত দিয়ে লোক সরিয়ে লাল গালিচার দিকে অগ্রসর হতে তাকে আহব্বান জানালেন । ইশ্বর মিষ্টি হেসে সামনে এগোতে এগোতে ভাবতে থাকলেন সেই নোংরা ঘাটা ছেলেগুলোর কথা । ওরা তো আমারই সন্তান এবার ওদের জন্য কিছু একটা করতে হবে
সামনেই মঞ্চ তার সামনে আনেক লোকের সমাবেশ সবার মাঝে এক উৎসব উৎসব ভাব । তাদের ইশ্বর আসবেন তাদের ভাগ্য পরিবর্তন হবে, সবাই অধির আগ্রহ নিয়ে তার বানী শোনার অপেক্ষায়
এইবার খুব ধীর পায়ে মঞ্চে উঠে তিনি বলতে শুরু করলেন
আমার প্রিয় মানব জাতী তোমাদের ভালোবাসা আমাকে মুগ্ধ করেছে। আমি তোমাদের জন্য সদা ভালো ভালো আহার ও বাসস্থান দেবার অঙ্গিকার করছি এর পর আর কোন লোককে অভুক্ত থাকতে হবে না,
কাউকে রাস্তার পার্শ্বে বা রেল ইষ্টিশানে ঘুমাতে হবে না, এর আগে আমার প্রেরিত দূত তোমাদের যে কথা দিয়েছিলো তা হয়তো সব আমি রক্ষা করতে পারিনি কিন্তু সে দোষ সব আমার না করন সঠিক বরাদ্দকৃত অর্থও কাজের অভাবে অথবা পরিকল্পনার অভাবে ফেরত দিয়েছেন তোমাদের এলাকার আলেমগন তাই আমি ঠিক করেছি এবার আমি এমন ব্যবস্থা নেব যাতে করে কোন ধরনের কোন সমস্যা না হয় । আমি আসবার সময় দেখেছি আপনাদের গলির মোরে একটা র্ডাষ্টবিন দরকার আমি ঠিক করেছি এবার আপনাদের একটা এমন র্ডাষ্টবিন দেব যাতে করে কুকুর বিড়াল তো দূরের কথা কোন কাক পক্ষীও ময়লা ঘাটার সুযোগ পাবে না
এমন সময় পিছনের দিক থেকে কে যেন একদলা র্ডাষ্টবিরেন ময়লা তার দিকে ছুরে মারলো
যেমন কোন এক সাংবাদিক জুতা ছুরে মেরেছিলো বুশের দিকে
তারপর চিৎকার করে তারা বলতে শুরু করলো
খাবার দিতে পারো না জন্ম দেও কেন ? বল্লো
গেলবার যখন আসছিলেন তখনো এই কথা বইলা
আমাগো মন আপনার দিকে ফিরাইছিলেন
কামের কাম কিছুই করেন নাই
আপনার চেলা চামুন্ডারা সব খাইয়া আমগোদেয় কাটা ছাড়া কিছুই দেয় না
এমন অবস্থায় তিনি তারাতারি তোমরা শান্ত হও ..
তোমাদের অভিযোগ এর জন্য আমি একটা তদন্ত কমিটি গঠন করার ঘোষনা দিচ্ছি । এই কমিটি আগামী সাত দিনের মধ্যে তাদের মতামত প্রদান করবেন, এবং সেই অনুসারে ব্যবস্তা নেয়া হবে, এরপর থেকে সব ঠিক হয়ে যাবে এই বলে তিনি তার ভাষন শেষ করলেন।
প্রতিবারের মত এবার আর জনতা হাততালি দিলোনা সবার মুখে একটা ই কথা তদন্ত কমিটি ! যেমন এর আগে আরো হয়েছে মানে আবার অপেক্ষা আবার ৫ বছর আবার নতুন করে সব, আম জনতার এই কথা ভাবার
ফাঁকে তিনি আবার সেই তিন তলা বাসটির সামনে এসে দারালেন
সবার উদ্দেশ্যে হাত নাড়লেন এবং পরের গন্ত্যবে চলে গেলেন ।