শিলা আর মামুনের চার বছর চ্যাটের পরিচয় ওদের বিয়ে টিক হল। এক সপ্তাহের মধ্যে বিয়ে কারন শিলা ছয় সপ্তাহ ছুটি নিয়ে বাংলাদেশে এসেছে। সবাই বিয়ের ঝামেলায় ব্যাস্ত। শিলার মন কেমন যেন করছে আর ছয়দিন রয়েছে বিয়ের। শিলা ভাবছে মামুনকে নিয়ে। কি হল মামুনের আজ তিন-চারদিন ধরে জ্বর চারছেনা কেন? ডাক্তারের কাছে গিয়েছিল কিন্তু ডাক্তার নাকি বলেছে সব টিক আছে। শিলা মামুনকে নিয়ে চিন্তায় দেখে সবাই বলছে......ছেলেদের এমন জ্বর হয় বিয়ের আগে এটা চিন্তার কিছুনা! শিলা ওর মাকে বলছে আজ বিকালে মামুনকে দেখতে যাবে কিন্তু বিকাল হবার আগেই মামুনদের বাসা থেকে কল আসে শিলার মা-বাবা যেন মামুদের বাসায় বিকালে যান জরুরী আলাপ আছে। শিলা খুঁজে পাচ্ছেনা সবাই মন খারাপ করে বসে আছে কেন? কি হয়েছে?
মামুদের বাসা থেকে মা বাবা আসার পর সাবাই যেন কেমন হয়ে আছে। জানতে চাইলে কেউ কিছু বলছেনা। মামুনের কিছু হল নাকি? জ্বর কি বেড়েছে? মামুনকেও কল দিচ্ছি অনেক বার ম্যাসেজ দিয়েছি কোন রিপলাই দিচ্ছে না কেন?
পরের দিন সকালে সবাই শিলার রুমে দেখে শিলা বলছে কি হয়েছে আমাকে বলছ না কেন? আমার মন বলছে বড় একটা কিছু হয়েছে মামুনের। কি হয়েছে মামুনের? দয়া করে কেউ কি বলবে!
শিলার বাবা খুব রাগ হয়ে বলছেন মামুন মামুন মামুন আর যেন মামুন নাম তোমার মুখে না শুনি। আমি তখনই বলেছিলাম চ্যাটের পরিচয়ের ছেলে কি আর ভাল হবে। কেউ কি তখন আমার কথা শুনেছিলে?
শিলা বললো কি হয়েছে আমাকে তো বলবে?
বাবা বললেন তোমার মামুন যার জন্য তুমি পাগল হয়ে আমেরিকা থেকে এসেছ সেই মামুন তোমাকে বিয়ে করবে না! তোমার সাথে দেখা না করে কথা না বলে ঢাকার বাইরে চলে গেছে আজ সকালে।কোথায় তোমার মামুন! ছেলে তো শুনলাম খুব ভালো এটা কি ভালোর পরিচয় শুনি?
বাবা প্লীজ চুপ করো সে এমন ছেলে না এমন করতে পারেনা...এটা হতে পারেনা বাবা বিশ্বাস কর আমি জানি মামুন এমন না...মা ওমা তুমি বলো মামুন এমন না।
শিলা বার বার পাগলের মতো মামুনের মোবাইলে কল দিচ্ছে কিন্তু মোবাইল তো বন্ধ।
শিলা যতদিন দেশে ছিল অপেক্ষায় ছিল মামুন আসবে কিন্তু মামুন আসেনি। একটা কল আসেনি একটা মেইলও আসেনি। দুঃখে,কষ্টে মামুনের প্রতি ঘৃনা নিয়ে শিলা আমেরিকা ফিরে যায়।
দু-বছর পর...
একদিন সকালে কল আসে শিলার মোবাইলে
শিলা:হ্যালো কে আপনি?
হ্যালো শিলা? আমি মামুনের মা
শিলা:কি চাই? আপনার ছেলে তো আমার সব শেষ করে দিয়েছে এখন আপনি কি বলবেন শুনি?
মামুনের মা: আমি তোমার কাছে ক্ষমা চাইতে কল করেছি মা তুমি আমার মামুনকে ক্ষমা করে দাও।
শিলা: ক্ষমা! আপনি ক্ষমা চাচ্ছেন কেন? আপনার ছেলে কি ক্ষমা চাইতে জানেনা? যে কষ্ট আপনার ছেলে আমাকে দিয়েছে এই কষ্টের ক্ষমা কি আপনি বলোন শুনি?
মামুনের মা: তুমি আমার ছেলেকে মন থেকে ক্ষমা করে দাও মা আমার ছেলে তোমার কাছে ক্ষমা চাইতে পারবে না তাই আমি চাচ্ছি।
শিলা: কেন পারবেনা আপনার ছেলের কি মান সম্মান চলে যাবে?
মামুনের মা: মাগো আমার ছেলের মান সম্মান যাবেনা ও পারলে তোমার কাছে ক্ষমা চাইতো কিন্তু পারবেনা। যেদিন মামুন ঢাকা ছেড়ে চলে যায় আমাদেরকে বলে যায়নি কেন গিয়েছে সুদু ছোট একটা চিটি লিখে গিয়েছিল যেন তোমার মা-বাবাকে খবর দিয়ে ক্ষমা চাই আর বিয়ে করবেনা বলে দেই....
শিলা: এই সব পুরানো কথা আমি শুনতে চাই না প্লীজ.....
মামুনের মা: শুনতে হবে মা তোমার। যেদিন মামুন ঢাকা ছেড়ে চলে যায় সেইদিন সে জানতে পারে ওর ক্যনসার তাই চুপচাপ কাউকে না বলে চলে যায় ঢাকা ছেড়ে। তুমি আমার মামুনকে ক্ষমা করে দাও মা আমার মামুন আর নেই। আমার মামুন এক সপ্তাহ হলো মারা গেছে। মামুন মারা যাবার আগে বলে গেছে আমি যেন তোমার কাছে ক্ষমা চেয়ে নেই।
তুমি আমার মামুনকে ক্ষমা করে দিও মা.....!!
সর্বশেষ এডিট : ২৬ শে নভেম্বর, ২০১২ ভোর ৪:০৩