:::এই সাধারণ প্রশ্নটি শুধু তাদের জন্য যারা ব্যক্তিগত এবং দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে নিরপেক্ষভাবে চিন্তা করার ক্ষমতা রাখেন::: ***(পুরোটা না পড়ে উত্তর দিবেন না।)***
আমাদের দেশের এখন পর্যন্ত সবচেয়ে বড় অর্জন স্বাধীনতা। স্বাধীন বাংলার ৭ই মার্চ, ২৫শে মার্চ, ২৬শে মার্চ, ২৭শে মার্চ, ১৭ই এপ্রিল, ১৪ই ডিসেম্বর, ১৬ই ডিসেম্বর প্রতিটা তারিখ স্বতন্ত্র্য ও অনন্য। কারণ, ১৯৭১ সালের এই তারিখগুলোই ক্ষুদ্র ক্ষুদ্র ভাবে জোড়া লেগে বাঙালিকে ঐক্যবদ্ধ করেছে, বাংলাদেশকে স্বাধীন করেছে।
আমাদের জাতীয় পতাকা আমাদের চেতনার অবিনশ্বর জায়গা। স্বাধীন বাংলাদেশকে বিশ্বের বুকে পরিচয়ের অনন্য মাধ্যম আমাদের এই লাল সবুজ পতাকা।
শহীদ মিনার বাঙালির অজর চেতনার পাওয়ার হাউজ, বাঙালিকে এক সুরে গাঁথার এক অদ্ভুত সিম্ফোনি।
যারা ৭ই মার্চ ( রেসকোর্সে বঙ্গবন্ধুর বিখ্যাত ভাষণের তারিখ) ও ২৭শে মার্চ (কালুরঘাট থেকে বঙ্গবন্ধুর পক্ষে মেজর জিয়ার স্বাধীনতার ঘোষণার তারিখ) তারিখ গুলোতে হরতাল ডাকে,
যারা ২৬শে মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবসে স্বাধীন বাংলায় যানবাহন ভাংচুর করে, আগুন দেয় (তারিখ গুলো খেয়াল করুন)।
স্বাধীন বাংলাদেশে যারা পতাকা ছিড়ে ফেলে,
একাধিক অঞ্চলের শহীদ মিনার ভেঙে ফেলে (লক্ষ্য করুন পাকিস্তানী বাহিনীও কিন্তু ঠিক এই কাজটি করেছিলো তিনবার সর্বশেষ ১৯৭১ সালে) তারা আসলে ঠিক বাংলাদেশের ঠিক কোন জায়গায় আঘাত করেছে কেউ কি বলতে পারেন? প্লিজ এড়িয়ে যাবেন না নিজের বিবেচনা দিয়ে উত্তরটি দিন।
শাহবাগ আন্দোলনের প্রতিবাদে কিংবা সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে স্পেসিফিক এই জায়গা এবং তারিখগুলো বেছে নেয়ার কারণ কি কেউ ধরতে পারছেন?
আমার বিশ্বাস আপনি পারছেন।
বি.দ্রঃ (উত্তরদাতাদের অবশ্যই বাংলাদেশী হতে হবে বলে, জামাত-শিবিরকে এই প্রশ্নের আওতামুক্ত রাখা হলো)
লেখাটি শাহবাগে সাইবার যুদ্ধ পেজে প্রকাশিত