দীর্ঘ দিন সামু ব্লগে লগইন অসুবিধার কারণে ব্লগে নিয়মিত ছিলাম না । একদিন হঠাৎ একটি কবিতার প্রতি দৃষ্টি পড়লো এবং পড়ার পর বেশ ভালো লাগলো । দেখলাম একটু ভিন্ন ধরনের কবিতা । যাকে সনেট কবিতা বলা হয় । যতদুর জানি বাংলাদেশী কবিদের মধ্যে মাইকেল মধুসুধন দত্ত ছিলেন এর পথিকৃত ।
আমাদের সামু ব্লগের কবি (ফরিদ আহমদ চৌধুরী) ----উনি নিজেকে সনেট কবি বলে পরিচয় দিয়েছেন । প্রথমে সন্দেহ করেছিলাম এবং বিশ্বাস হচ্ছিল না । উনার বেশ কিছু কবিতা দেখলাম । বেশ প্রতিভাধর মনে হলো । উনি কতটা প্রতিভাধর যে মন্তব্য পযর্ন্ত করেন সনেটিয় কবিতার মাধ্যমে এবং স্টাইলে । যে কোন পরিবেশে ও পরিস্থিতিতে কবি মনের মাধুরী মিশিয়ে যেমন খুশি ইচ্ছা লিখতে পারেন । এটা আশ্চার্য লেগেছে । পরে বুঝতে পেরেছি সত্যিই উনি প্রতিভাধর । কবিতা পড়তে পড়তে এবং মন্তব্য প্রতিমন্তব্য পড়ে কোন এক স্থানে লক্ষ্য করলাম যে, কবির মনে একটি সুপ্ত বাসনা আছে এবং সে কারণে একটি দুঃখ হতাশা কবির মনে বিরাজ করছে । সে কষ্ট বুঝতে চেষ্টা করলাম এবং সেটা লাঘব করার জন্য ছোট্ট একটা মন্তব্য করেছিলাম । দেখলাম কবি বেশ খুশি ও উৎসাহিত হয়েছেন । ঐদিন সিদ্ধান্ত নিলাম যে কবির জন্য কিছু একটা করা দরকার । তাই কবিকে নিয়ে লিখার এ ক্ষুদ্র প্রয়াস । গুনিজনের যথাযথ কদর ও সম্মানীত হওয়া উচিত ।
দয়া করে কবির ব্যাপারে গঠন মুলক আলোচনা ও সমালোচনা করুন । পরামর্শ দিন যাতে উনি ভবিষ্যতে আরো ও ভাল করতে পারেন । উনার গিনিজ বুকে যেন নাম অর্ন্তভুক্ত(আসে) হয় । এ ব্যাপারে সকলের নিকট দোয়া আশীর্বাদ চাচ্ছি । সেই সাথে বিনীতভাবে সকলের নিকট সার্বিক সহযোগীতা কামনা করছি !
চলবে ………
উনাকে জানতে নিচের লিঙ্কটি দেখুন সনেট কবি(ফরিদ আহমদ চৌধুরী)
সর্বশেষ এডিট : ১০ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:০৬