১১) আত্মগোপন করতেঃ
বৈধ বা অবৈধভাবে ভালো ও মন্দ দুধরনের লোক বিদেশে আত্মগোপন করতে যান।তবে তাদের মধ্যে মন্দ বা দোষীদের সংখ্যা তুলনা মুলক বেশী । অনেক লোক আছে যারা বিভিন্ন ধরনের অপরাধ করে নিরাপদ ও ঝুকিমুক্ত থাকতে আত্মগোপন করতে বিদেশে যান । অপরাধ গুলির মধ্যে অন্যতম হচ্ছে খুন,ধর্ষন,ডাকাতি,টাকা আত্মস্যাত,বিতর্কিত ও উস্কানীমুলক লেখা,সন্ত্রাস,স্মাগলীং,ষড়যন্ত্র,মানব পাচার,মাদক ব্যবসা সহ অন্যান্য অপরাধ করে শাস্তির ভয়ে নিরাপদ ও ঝুকিমুক্ত থাকতে প্রচুর লোক বিদেশে যায় । ভালোর মধ্যে আছেন রাজনৈতিক প্রতিহিংসা,ধর্মীয় মতবাদের ভিন্নতা,সমালোচনা,অন্যায়ের প্রতিবাদ,নৈতিক ও সত্য মতামত সহ অন্যান্য ছোট বড় কারণে ক্ষমতাধরদের রোষানল-নির্যাতন থেকে প্রানে বাচতে মানুষ বিদেশে আত্মগোপন করেন এবং পরবতীতে রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেন । কাজেই বিদেশগামী মানুষের একটি বড় অংশ আত্মগোপন করতে বিদেশে যান ।বাংলাদেশ থেকে প্রচুর লোক আত্মগোপন করতে বিদেশে যান ।
১২) ব্যক্তিগত কারনেঃ
একান্ত ব্যক্তিগত কারনে অনেকে বিদেশে যান।ব্যক্তি কারণগুলির মধ্যে অন্যতম হচ্ছে বিয়ে –সাদী,জন্ম দিন পালন,সুন্নতে খৎনা,আত্মীয়-স্বজনের নিকট বেড়াইতে যাওয়া, মুখেভাত,ভাই ফোটা,আত্মীয় স্বজন অসুস্থ্য,মৃত্যু ব্যক্তি দেখতে,অন্ত্যোষ্টি ক্রিয়ায় অংশ গ্রহন সহ বিভিন্ন ব্যক্তিগত ও পারিবারিক কারণে অনুষ্ঠানে যোগ দিতে মানুষ বিদেশে যান ।তুলনামুলক ধন্যাঢ্য ব্যক্তিরা সাধারণত ব্যক্তিগত কারণে বিদেশে মানুষ যায় । অন্যান্য যে কোন কারনে বিদেশ গমনের চাইতে তাই ব্যক্তিগত কারনে বিদেশ যাওয়ার সংখ্যা কম । তা সত্বেও বাংলাদেশের মানুষ ও ব্যক্তিগত কারণে বিদেশে যেয়ে থাকেন । কাজেই ব্যক্তিগত কারণে মানুষ বিদেশে যান।
বাকী অংশ---৭(পরবর্তীতে)----চলবে ----
বিদেশ নিয়ে যত কথাঃ বাকী অংশ--- ৭ (পর্ব-১)
পুর্বের অংশ দেখতে নিম্ন লিঙ্ক
বিদেশ নিয়ে যত কথাঃ বাকী অংশ---৫ (পর্ব-১)
সর্বশেষ এডিট : ২০ শে মার্চ, ২০১৬ রাত ১২:৩১