চৈত্রের রাত আর
নয়নতারা পাতার ফাঁকে কৌতূহলী চাঁদ
দাবদাহের ঘামে লেপ্টে আসে বৃষ্টির আগমনী বার্তা
কমলা আগুন ছিলো, আর ছিলো হাওয়ার গান
এ বাতাসে সন্দেহ, অবিশ্বাসের নিশ্বাস
এ স্পর্শে সন্দেহ, জড়তার আভাস
পাখিদের কথা ছিলো, আর ছিলো দুর্বোধ্য অভিমান
প্রাণ জুড়ানো হাওয়ায় জাপটে ধরে জানলার পর্দা
বিদায় বসন্তের রাত আর
নয়নতারার পাতার ফাঁকে বিরহী চাঁদ।
সর্বশেষ এডিট : ১২ ই এপ্রিল, ২০২০ বিকাল ৪:৪৪