বাতাসের শব্দ মাঝে মাঝে অস্বস্তিকর
দাঁতের ভিতর শ্ত্রুর মতো গেরিলা বালি,
ঝাউবনের পাতার দ্বিধার ওড়াওড়ি;
এরই মাঝে দাঁড়িয়ে থাকে- বিভ্রান্ত ঘোড়া
নোনা বাতাসের ঘোড়া।
রবাহুত আরোহী বাণিজ্যের হাতছানি
ধুরন্ধর সহিসের সাথে বৃত্তবন্দী;
সুদূর ঘরের ঝাপসা আলো
অপুষ্ট শরীর তার চেয়েও ঝাপসা
প্রিয় মুখের বদলে সারি সারি নোনা মুখ
এরই মাঝে দাঁড়িয়ে থাকে- সৈকতের ঘোড়া
নোনা বাতাসের ঘোড়া।
এলোমেলো হাঁটে রাজসিক কিছু নয়
তৃতীয় বিশ্বের গণতন্ত্রের মতো
নতজানু পদক্ষেপ ভারবাহী আসনে
আরোহীর উত্তেজনা অহেতুক সুখ
বালি আর ঢেউ উত্তরপুরুষ
স্বজাতির দেখা- ঘাসের মতোই ধুসর,
এভাবেই দাঁড়িয়ে থাকে- নামমাত্র ঘোড়া
নোনা বাতাসের ঘোড়া।