অনেক দুর পর্যন্ত কিংবা হৃদয়ের কাছাকাছি
ব্যক্তিগত নদীর এক সবুজ পার ধরে ধরে
চেনা মুহূর্তগুলো সাবলীল ভালোবাসায় অতিক্রম করেছি।
আর কল্পনায় মুখস্ত ওই পার ছিলো-
হাতের আংগুলের মতোই পরিচিত, বিপর্যস্ত।
এপ্রিল,সেই শীতের মুমূর্ষু শেষ সময়ে শুন্য আর রাজপথের মহাকাল দুরত্বে গা ভাসানো ঝরা পাতার মতো -
বিভ্রমে সচেতন অস্তিত্ব এলোমেলো করে দেয়,
তীব্র উল্লাসের পর ঘামের শীতলতার মতো, সযত্নে।
এপ্রিল কোন অনুপ্রেরনার নাম নয়, বিভ্রান্তির প্রতিশব্দ।