আগুন আর মেঘের ছায়া একই
চিলের ডানায় অনেক মেঘের আকাশে
আলস্যে ভেসে যাওয়া ফ্যাকাশে
হয়ে যায়- যখন মধ্যদুপুরে সূর্যের
ঘৃণার চেয়ে মানুষরূপী ব্যধি মূর্খের
দাপটে প্রাণ বৃষ্টির ফোঁটার মতো টলমল
হয়ে যায়-তখন সবুজের মতো উজ্জ্বল
কিংবা শান্তির মতো ছোট্ট দোয়েল অনন্ত
বৃত্তের পরিধি সমান পাথারে ডুবন্ত
তুচ্ছ ঝিনুকের মতো আমায় ভাসাতে
পারে না- বরঞ্চ নির্মল প্রার্থনাতে
উল্লাসে ফেটে পড়লো-
যাক, অন্তত একটা অমানুষ ডুবলো!
২৬ শে মে, ২০১২।