এই সবুজ ভুখন্ডের আন্তরিক নীল আকাশ,
তুমি আমায় মনে রেখ-
আমি দীর্ঘ সময় ধরে তোমার নীলের গভীরে ভেসেছি,
যদি মেঘ হতাম- তোমার আদুরে গালে হাত বুলিয়ে দিতাম।
তুমি আমার তৃষ্ণা রাখ।
আমার শৈশবের রংপেন্সিলে রাঙানো মাছরাঙা আর দুঃখী শাদা বকেরা,
তোমরা আমায় মনে রেখ-
আমি তোমাদের ডানায় ভেসে দিগন্তে হারিয়েছি,
যদি বাতাস হতাম-মানুষ ব্যাধির নাগাল থেকে তোমাদের ভাসিয়ে দিতাম।
তোমরা আমার দীর্ঘশ্বাস রাখ।
এই স্তবমগ্ন জ্ঞানী নিষ্পাপ হ্রদ,
তুমি আমায় মনে রেখ-
আমি তোমার স্নিগ্ধতার বিস্ময়ে বিপন্ন হয়েছি,
যদি ঢেউ হতাম- পাহাড় উচ্চতায় প্লাবিত করে তোমায় মুক্তি দিতাম।
তুমি আমার স্পর্ধা রাখ।
আমার প্রজন্মান্তরের ইতিহাসের রাজসাক্ষী বৃক্ষরাজি,
তোমরা আমায় মনে রেখ-
আমি তোমাদের আচঁল মাখানো আতিথেয়তায় শীতল হয়েছি,
যদি ঈশ্বর হতাম- লৌহ সভ্যতার কৃতঘ্ন আভিশাপ এক মূহূর্তে মুছে দিতাম।
তুমি আমার জিঘাংসা রাখ।